গাজাবাসীদের অস্থায়ীভাবে ইন্দোনেশিয়ায় স্থানান্তরের পরিকল্পনা ট্রাম্পের
- মিডল ইস্ট মনিটর
- ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০
মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল গাজার পুনর্নির্মাণের সময় প্রায় দুই মিলিয়ন ফিলিস্তিনিকে ‘অস্থায়ীভাবে’ স্থানান্তরিত করার কথা বিবেচনা করছে বলে জানা গেছে। শনিবার আমেরিকান এনবিসি নেটওয়ার্ক এ খবর প্রকাশ করেছে। এনবিসি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ট্রানজিশন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে শরণার্থীদের জন্য বিবেচিত অস্থায়ী আশ্রয়দাতা দেশগুলোর মধ্যে একটি হলো ইন্দোনেশিয়া। হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখার প্রচেষ্টার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের নতুন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ যুদ্ধবিধ্বস্ত গাজা সফরের কথা বিবেচনা করছেন।
ট্রানজিশন কর্মকর্তা বলেন, আপনাকে নিজ চোখে দেখতে হবে, অনুভব করতে হবে। এই পরিদর্শন করার ফলে উইটকফ ‘ইসরাইলের কথার উপর নির্ভর না করে, নিজেই বাস্তবতা বুঝতে পারবেন।’ সূত্র অনুসারে, উইটকফ ইসরাইলি ও দুই মিলিয়ন বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে কাজ করছেন। গত সপ্তাহে হওয়া তিনটি চুক্তি এরই অংশ হিসেবে অন্তর্ভুক্ত ছিল। ট্রানজিশন কর্মকর্তা বলেন, ‘যদি আমরা গাজার বাসিন্দাদের সাহায্য না করি, তাদের জীবন উন্নত না করি, যদি আমরা তাদের আশার আলো না দেখাই, তা হলে বিদ্রোহ শুরু হবে।’ গত ১১ জানুয়ারি ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে উইটকফের সাক্ষাৎ চুক্তি সম্পাদনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
আমেরিকান কর্মকর্তাটি খোলাখুলিভাবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখোমুখি হয়ে বলেছেন, ‘যদি আপনি কোনো চুক্তি করতে না চান, তাহলে আমাকে বলুন, আমি বিমানে উঠে বাড়ি চলে যাব। এর সাথে আরো যোগ করেন যে উইটকফ নেতানিয়াহুকে মনে করিয়ে দেন যে ট্রাম্প তার প্রথম মেয়াদে ইসরাইলের জন্য কতটা করেছেন।