ট্রাম্পের আশ্বাসে যুক্তরাষ্ট্রে টিকটক সেবা ফের চালু
- বিবিসি
- ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর টিকটককে ছাড় দিতে নির্বাহী আদেশ জারি করবেন বলে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেয়ার পর যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটি ব্যবহারকারীর জন্য অ্যাপটির সেবা চালু হয়েছে। জাতীয় নিরাপত্তার নামে নতুন আইন কার্যকর হওয়ার আগ দিয়ে শনিবার সন্ধ্যায় চীনা মালিকানাধীন অ্যাপটি আমেরিকান ব্যবহারকারীদের সেবা দেয়া বন্ধ করে দেয়।
প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের ২৪ এপ্রিল ‘প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভারসারি কন্ট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট’ নামের একটি বিলে সই করলে যুক্তরাষ্ট্রে হুমকির মুখে পড়ে টিকটক। টিকটক নিয়ে শুক্রবার দেয়া রায়ে সুপ্রিম কোর্ট বাইডেনের করা আইনকে সমর্থন দিলে দেশটিতে অ্যাপটি বন্ধ হয়ে যাওয়া অনেকটা নিশ্চিত হয়ে যায়।
আইনটি বাস্তবায়নে বিলম্ব এবং একটি চুক্তিতে পৌঁছাতে আরো সময় দেয়ার জন্য গত রোববার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। এরপরই টিকটক জানায়, তাদের ‘পরিষেবা পুনরুদ্ধার’ করা হচ্ছে। এর পরপরই অ্যাপটি আবার কাজ শুরু করে এবং এর লাখ লাখ ব্যবহারকারীর কাছে একটি পপআপ বার্তায় ট্রাম্পের নাম উল্লেখ করে ধন্যবাদ জানানো হয়। এক বিবৃতিতে কোম্পানিটি নতুন প্রেসিডেন্টকে ‘প্রয়োজনীয় স্বচ্ছতা ও নিশ্চয়তা দেয়ার’ জন্য ধন্যবাদ জানিয়েছে এবং অ্যাপটিকে যুক্তরাষ্ট্রে রাখার দীর্ঘমেয়াদি সমাধানে ট্রাম্পের সাথে কাজ করার কথাও বলেছে টিকটক।