মার্কিন কর্মীদের সুরক্ষা চেয়ে স্যান্ডার্সের চ্যালেঞ্জ
- রয়টার্স
- ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০
যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা প্রোগ্রাম নিয়ে নতুন করে বিতর্কের সূত্রপাত ঘটেছে। প্রবীণ সিনেটর বার্নি স্যান্ডার্স এই ভিসা প্রোগ্রামের অপব্যবহারের তীব্র সমালোচনা করে সংস্কারের দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, ইলন মাস্কের মতো ধনকুবেররা বিদেশ থেকে কম মজুরিতে শ্রমিক আনতে এই ভিসা ব্যবহার করছেন, যা মার্কিন কর্মীদের জন্য ক্ষতিকর।
স্যান্ডার্সের মতে, এইচ-১বি ভিসার উদ্দেশ্য ছিল বিশ্বের সেরা ও দক্ষ কর্মীদের আমেরিকায় আনা। কিন্তু বর্তমানে এটি উচ্চ বেতনের মার্কিন কর্মীদের বদলে কম বেতনে বিদেশী কর্মী আনার হাতিয়ারে পরিণত হয়েছে। ফলে মার্কিন কর্মীরা চাকরি হারাচ্ছেন এবং করপোরেট মুনাফা বাড়ছে।
এ ছাড়াও এইচ-১বি ভিসাধারী বিদেশী কর্মীদের সাথে ক্রীতদাসের মতো ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। স্বল্প মজুরিতে কাজ করতে বাধ্য করা হচ্ছে এবং প্রতিবাদ করলে ভিসা বাতিলের হুমকি দেয়া হচ্ছে। টেসলাতে একাধিক মার্কিন কর্মীকে ছাঁটাই করে তাদের স্থলে কম বেতনে এইচ-১বি ভিসাধারী কর্মী নিয়োগের উদাহরণ টেনে স্যান্ডার্স এইচ-১বি ভিসার কট্টর সমর্থক ইলন মাস্ক ও ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী বিবেক রামাস্বামীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।