১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

উচ্চ ক্ষমতাসম্পন্ন ১ হাজার নতুন ড্রোন পেয়েছে ইরান

-

এক হাজার নতুন ড্রোন পেয়েছে ইরানের সেনাবাহিনী। সোমবার তাদের হাতে উচ্চ প্রযুক্তির এই ড্রোন পৌঁছেছে বলে জানায় দেশটির আধাসরকারি বার্তাসংস্থা তাসনিম। ইরানের বিভিন্ন স্থানে ড্রোনগুলো পাঠানো হয়েছে। জানা গেছে, এগুলো রাডার ফাঁকি দেয়ার উচ্চ প্রযুক্তি ও সুরক্ষা সম্পন্ন। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার আমলে ইরানের ওপর রাজনৈতিক চাপ আরো বাড়তে পারে।
ফলে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাথে আসন্ন সংঘর্ষের সম্ভাবনায় বাড়তি সতর্কতা নিচ্ছে তেহরান। ওই খবরে আরো বলা হয়, নতুন ড্রোনগুলোর পাল্লা প্রায় দু’ হাজার কিলোমিটার। উচ্চবিধ্বংসী ক্ষমতাসম্পন্ন এসব ড্রোন প্রতিপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম। এগুলো ইরানি বাহিনীর নজরদারি ও সীমান্ত প্রহরার পাশাপাশি দূরবর্তী লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতাও বৃদ্ধি করবে। চলতি মাসের শুরুতে দু’মাসব্যাপী সামরিক মহড়া শুরু করেছে ইরান। ইতোমধ্যে তারা অনুশীলনের জন্য নাতানজ পারমাণবিক চুল্লিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার চর্চা সম্পন্ন করেছে।


আরো সংবাদ



premium cement