ঘন কুয়াশায় দিল্লিতে ফ্লাইট বিপর্যয়, ট্রেন চলাচল ব্যাহত
- ইন্ডিয়া টুডে
- ০৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি ও আশপাশের অঞ্চল। দৃষ্টিসীমা শূন্যে নেমে আসায় ব্যাহত হচ্ছে ফ্লাইট ও ট্রেন চলাচল। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই) ২০০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত ও চারটি বাতিল করা হয়েছে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দিল্লি ও উত্তর ভারতের বেশ কয়েকটি শহরে ঘন কুয়াশার কারণে বিমানবন্দর ও রেল যোগাযোগে বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
দিল্লির বিমানবন্দরে যেসব ফ্লাইট দৃষ্টিসীমা কম থাকায় অবতরণে সক্ষম নয় এমন ফ্লাইটগুলো ঘন কুয়াশার কারণে প্রভাবিত হতে পারে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উড্ডয়ন ও অবতরণ সীমিতভাবে চালু থাকলেও আবহাওয়ার কারণে বেশির ভাগ ফ্লাইটের শিডিউল পরিবর্তন করতে হয়েছে। পাঞ্জাবের অমৃতসর, জম্মু, ও উত্তর প্রদেশের আগ্রার বিমানবন্দরগুলোও একই পরিস্থিতির মুখে পড়েছে। কার্যত শূন্য দৃশ্যমানতা থাকায় এসব অঞ্চলে বিমান চলাচল প্রায় স্থবির।
কুয়াশার কারণে শুধু বিমান নয়, রেল পরিষেবাও ব্যাহত হচ্ছে। গত মঙ্গলবার অন্তত ২৫টি ট্রেন বিলম্বিত হয়, আর প্রায় ৩০০টি ফ্লাইটের শিডিউল পরিবর্তন করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, চলমান শৈত্যপ্রবাহে পরিস্থিতি আরো তীব্র হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা