দ. কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে নতুন গ্রেফতারি পরোয়ানা
- রয়টার্স
- ০৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়লের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। শীর্ষ তদন্তকারী কর্মকর্তা ওহ ডং-উন জানিয়েছেন, নিরাপত্তা প্রতিবন্ধকতা ভেঙে তাকে গ্রেফতার করতে যা যা প্রয়োজন, তা করতে প্রস্তুত তিনি। গতকাল বুধবার প্রেসিডেন্টের বাসভবনের চারপাশে সমর্থক এবং বিরোধী উভয় পক্ষের বিক্ষোভকারীরা ঠাণ্ডা আবহাওয়া উপেক্ষা করে রাস্তায় সমবেত হন। এর একদিন আগে আদালত ইউনের বিরুদ্ধে পুনরায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস (পিএসএস) ইউনকে রক্ষা করতে প্রেসিডেন্ট কম্পাউন্ডের চারপাশে কাঁটাতার এবং বাস দিয়ে প্রতিবন্ধক তৈরি করেছে। ধারণা করা হচ্ছে, ইউন ওই এলাকায় অবস্থান করছেন এবং জিজ্ঞাসাবাদের জন্য সমন উপেক্ষা করেছেন। ইউনের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগের পাশাপাশি ৩ ডিসেম্বরের সামরিক আইনের ঘোষণার জন্য তদন্ত চলছে, যা দক্ষিণ কোরিয়াকে হতবাক করে দেয়। এই ঘটনার পর প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রথমবার গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা