১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট ৫ ফেব্রুয়ারি

-

ভারতের দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষিত তারিখ অনুযায়ী, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির ১ দশমিক ৫৫ কোটির বেশি ভোটার বিধানসভা নির্বাচনে ভোট দেবেন। ভোট গণনা হবে ৮ ফেব্রুয়ারি। গতকাল মঙ্গলবার ভারতের নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছে। দিল্লির মোট ৭০টি বিধানসভা আসন রয়েছে, যার মধ্যে ১২টি সংরক্ষিত। নির্বাচনের জন্য ১৩ হাজার ৩৩টি ভোটকেন্দ্র স্থাপন করা হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তপসিল অনুযায়ী, ভোট গ্রহণ হবে এক দফায়। মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। সময়সূচি ঘোষণার সাথে সাথে ভারতের জাতীয় রাজধানীতে নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়েছে। গতকাল এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, এই নির্বাচনে দুই লাখের বেশি তরুণ প্রথমবারের মতো ভোট দেবেন।
ভোটদানের অভিজ্ঞতা মসৃণ করার জন্য নির্বাচন কমিশন বেশ কিছু উদ্যোগ নিয়েছে। বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধীদের ভোটকেন্দ্রে সহজে প্রবেশের ব্যবস্থা করা হবে।


আরো সংবাদ



premium cement