০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

ব্লিনকেনের সিউল সফরের মধ্যেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

-

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া মধ্যবর্তী পাল্লার বলে মনে হওয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে আর সেটি ১১০০ কিলোমিটার পূর্ব দিকে উড়ে গিয়ে সাগরে পড়েছে। সোমবার এর কয়েক ঘণ্টা পর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক সংবাদ সম্মেলনে বলেন, “সিউলে আমার সফরের মধ্যেই উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হলো। আজকের এই উৎক্ষেপণ আমাদের সবাইকে শুধু মনে করিয়ে দিচ্ছে আমাদের সহযোগিতামূলক কাজ কতটা গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, বেপরোয়া উত্তর কোরিয়াকে বাধা দিতে দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে ওয়াশিংটনের সহযোগিতা আরও গভীর করে তোলা দরকার, এ পরীক্ষা ঘটনা ঘটার সাথে সাথে ক্ষেপণাস্ত্র পরীক্ষার তথ্য শেয়ার করা ও ত্রিপক্ষীয় সামরিক মহড়া আয়োজনের প্রয়োজনীয় তুলে ধরেছে। উত্তর কোরিয়া স্থানীয় সময় দুপুর প্রায় ১২টার দিকে ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে।
ব্লিনকেন সতর্ক করে বলেন, পিয়ংইয়ং মস্কোর সাথে মিত্রতা গভীর করে তুলছে। ওয়াশিংটন বিশ্বাস করে ইউক্রেইনের যুদ্ধে উত্তর কোরিয়ার সমর্থন পাওয়ার বিনিময়ে রাশিয়া তাদের সাথে মহাকাশ ও স্যাটেলাইট প্রযুক্তি শেয়ার করতে চায়। ইউক্রেইনের যুদ্ধে এরই মধ্যে উত্তর কোরিয়ার ১০০০ সেনা নিহত বা আহত হয়েছেন। এর আগে ৫ নভেম্বর উত্তর কোরিয়া অন্তত সাতটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে পরীক্ষা চালিয়েছিল। তার পর থেকে দুই মাস বিরতি দিয়ে দেশটি সোমবার আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল। তবে এবারের ক্ষেপণাস্ত্রটি কোনো ধরনের ছিল তা পরিষ্কার হয়নি।


আরো সংবাদ



premium cement