০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

ইসরাইলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

-

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরাইলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন চেয়ে মার্কিন কংগ্রেসের কাছে প্রস্তাব পাঠিয়েছে। এই অস্ত্র বিক্রি চুক্তি সম্পন্ন করতে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সেনেট কমিটির অনুমোদন প্রয়োজন হবে বলে গত শুক্রবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, এসব অস্ত্রের মধ্যে জঙ্গি বিমানের যুদ্ধোপকরণ, অ্যাটাক হেলিকপ্টার, কামানের গোলা, ছোট ব্যাসের বোমা ও ওয়ারহেডের মতো যুদ্ধাস্ত্র।
এ বিষয়ে বার্তাসংস্থা রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজায় ইসরাইলের নির্বিচার হামলায় ৪৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত ও এর বিরুদ্ধে প্রতিবাদরতরা দেশটির ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে আসলেও যুক্তরাষ্ট্র তার ঘনিষ্ঠ মিত্রকে সমর্থন দেয়া বজায় রেখেছে। ইসরাইলের বিষয়ে মার্কিন নীতিও প্রায় অপরিবর্তিত রয়েছে। আগস্টে ইসরাইলের কাছে যুদ্ধ বিমান ও অন্যন্যা সামরিক উপকরণ বিক্রির জন্য দুই হাজার কোটি ডলারের একটি চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র।
বাইডেন প্রশাসন এসব বিষয়ে যুক্তি দেখিয়ে বলেছে, এসব অস্ত্র বিক্রির মাধ্যমে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস, লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ ও ইয়েমেনের হাউছিদের মতো ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নিজেদের মিত্রের আত্মরক্ষায় সহায়তা করছে তারা। বিশ্বজুড়ে সমালোচনার মুখেও ওয়াশিংটন চলতি যুদ্ধে ইসরাইলের পাশে দাঁড়িয়েছে।
প্রায় ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে ফিলিস্তিনি ছিটমহলটির ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন আর সেখানে প্রায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। ছোট্ট এ ভূখণ্ডটিতে ইসরাইল গণহত্যা চালাচ্ছে, বিভিন্ন মহল থেকে এমন অভিযোগ উঠলেও দেশটি তা অস্বীকার করেছে। ইসরাইলের সবচেয়ে বড় মিত্র ও অস্ত্র সরবরাহকারী ওয়াশিংটন এর আগে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের ওপর ভেটো দিয়ে তা নাকচ করে দিয়েছে।
২০ জানুয়ারি ডেমোক্র্যাট বাইডেন হোয়াইট হাউজ থেকে বিদায় নেবেন আর নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প এ দিনটিতে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। দুই প্রেসিডেন্ট পরস্পরবিরোধী দুই দলের হলেও তারা উভয়ের ইসরাইলের কট্টর সমর্থক।


আরো সংবাদ



premium cement