২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বড়দিনে রাশিয়ার হামলাকে অমানবিক বললেন জেলেনস্কি

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রুশ হামলা
রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র : ইন্টারনেট -

ইউক্রেনের পশ্চিমাঞ্চলের শহর ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের জ্বালানিমন্ত্রী ও স্থানীয় কর্মকর্তারা বলেছেন, গতকাল বুধবার স্থানীয় সময় সকালে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়। ফেসবুকে ইউক্রেনের জ্বালানিমন্ত্রী জেরমান গালুশ্চেনকো জানিয়েছেন, বিদ্যুৎ অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ক্ষয়ক্ষতি প্রশমনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।

গতকাল সকালে রুশ ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে দেশব্যাপী সতর্কতা জারি করে ইউক্রেনের সেনাবাহিনী। দেশটির মধ্য, পূর্ব, পশ্চিম ও দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র উড়ে যেতে দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও বিমানবাহিনী। খারকিভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের বিমানবাহিনী। খারকিভের মেয়র ইহোর তেরেখোভ বলেছেন, হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে আঞ্চলিক গভর্নর ওলেহ সুনিয়েহুবোভ বলেছেন, রুশ হামলায় বেসামরিক অনাবাসিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

দিনিপ্রোপেট্রোভোস্কের গভর্নর আলাদা এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, রুশ বাহিনী সেদিন সকাল থেকেই দিনিপ্রো অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, আঞ্চলিক বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংসের জন্যই হামলাকারীরা বদ্ধপরিকর ছিল। এর আগে গত ১৭ নভেম্বর, ১২০টি ক্ষেপণাস্ত্র ও ৯০টি ড্রোন ব্যবহার করে ব্যাপক হামলা চালিয়েছিল মস্কো। ওই হামলায় অন্তত সাতজন ইউক্রেনীয় প্রাণ হারিয়েছেন। এ ছাড়া হামলার শিকার এলাকার বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

বড়দিনে হামলা অমানবিক
এদিকে বড়দিনে ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কড়া সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এটিকে তিনি ‘অমানবিক’ বলে অভিহিত করেছেন। রাশিয়ার এই হামলা ইচ্ছাকৃত ও পরিকল্পিত উল্লেখ করে জেলেনস্কি বলেছেন, ‘প্রতিটি হামলার প্রস্তুতির জন্য ব্যাপক সময় নেয় রাশিয়া। এটি কখনই একটি স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নয়। শুধু লক্ষ্যবস্তু নয়, সময় ও তারিখেরও একটি সচেতন পছন্দ এটি।’
তিনি বলেন, ‘আজ পুতিন ইচ্ছাকৃতভাবে আক্রমণের জন্য বড়দিনকে বেছে নিয়েছেন। এর চেয়ে অমানবিক আর কী হতে পারে? ব্যালিস্টিকসহ ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন হামলা হয়েছে। তাদের লক্ষ্য আমাদের জ্বালানি অবকাঠামো। তারা ইউক্রেনে ব্ল্যাকআউটের জন্য যুদ্ধ করছে।’ জেলেনস্কি আরো জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, ইউক্রেনের সেনাবাহিনী ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের একটি উল্লেখযোগ্য অংশ গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে।


আরো সংবাদ



premium cement
সচিবালয়ে অগ্নিকাণ্ড : কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ প্রশাসনে পেশাদারিত্ব দক্ষ মানুষ শাসনভার গ্রহণ করলে দেশে শান্তি ফিরে আসবে : কর্নেল অলি সিরিয়ায় আগ্রাসন ও গ্রেটার ইসরাইল কুকুরের মরদেহই প্রমাণ করে সচিবালয়ের আগুন একটি ষড়যন্ত্র : সারজিস আলম দেশে ইসলামী ব্যাংকিংয়ের রূপরেখা সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ ডলারের বিপরীতে রুপির পতন অব্যাহত চট্টগ্রাম বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ উদ্ধারের ঘটনায় বিমান জব্ধ! নির্বাচনী অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে সচিবালয়ে আগুনের ঘটনায় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা

সকল