হাউছিদের সন্ত্রাসী তালিকাভুক্ত করতে ইসরাইলের তৎপরতা
ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি তেল আবিবের- রয়টার্স
- ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ইয়েমেনের ইরান-সমর্থিত হাউছি বিদ্রোহীদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে উদ্যোগ নিতে ইউরোপের বিভিন্ন দেশে তাদের কূটনৈতিক মিশনগুলোকে নির্দেশ দিয়েছে ইসরাইল। এই কূটনৈতিক উদ্যোগ হাউছিদের আঞ্চলিক ও বৈশ্বিক হুমকি হিসেবে চিহ্নিত করার প্রচেষ্টারই অংশ, যা তাদের কার্যক্রমে আরো আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে। হাউছিরা সম্প্রতি ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারা এই হামলাকে গাজায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের লড়াইয়ে সংহতির অংশ হিসেবে বর্ণনা করেছে।
এই হামলার ফলে আন্তর্জাতিক নৌরুট বিঘিœত হয়েছে। অনেক কোম্পানিকে তাদের রুট পরিবর্তন করে দীর্ঘ ও ব্যয়সাপেক্ষ পথে চলাচল করতে বাধ্য হতে হয়েছে, যা বৈশ্বিক মুদ্রাস্ফীতির আশঙ্কা আরো বাড়িয়ে তুলেছে। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’র এক বিবৃতিতে বলেছেন, হাউছিরা শুধু ইসরাইলের জন্য নয়, বরং গোটা অঞ্চল ও বিশ্বের জন্য হুমকি। তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হলো প্রথম ও মৌলিক পদক্ষেপ।
বর্তমানে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও ইসরাইল হাউছিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে। গত শনিবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে তেল আবিব-জাফা এলাকায় আঘাত হানে। এতে ১৪ জন আহত হন।
ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি
এ দিকে হাউছিরা মঙ্গলবার সকালে ইসরাইল লক্ষ্য করে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে আর সেটি প্রতিহত করার দাবি করেছে ইসরাইলি বাহিনী। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইসরাইলের মধ্যা ও দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, তবে ইসরাইলের আকশসীমায় প্রবেশের আগেই প্রজেক্টাইলটিকে বাধা দিয়ে ধ্বংস করা হয়।
এ ঘটনায় কেউ হতাহত হয়েছে বলে তাৎক্ষণিকভাবে কোনো খবর হয়নি। এই নিয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো ইসরাইল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হাউছিরা। ইসরাইলি সামরিক বাহিনীর এক সূত্রের বরাতে টাইমস অব ইসরাইল জানায়, দীর্ঘ পাল্লার অ্যারো বিমান প্রতিরক্ষা পদ্ধতি ব্যবহার করে বায়ুমণ্ডলের বাইরেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিকে ধ্বংস করা হয়েছে। ইসরাইলের জরুরি চিকিৎসা পরিষেবা মেগান ডেভিড অ্যাডম (এমডিএ) জানায়, ভূপাতিত ক্ষেপণাস্ত্র বা সেটিকে ধ্বংস করা মিসাইলের খণ্ডাংশের আঘাতে কেউ আহত হয়েছেন বলে কোনো খবর পায়নি তারা।
তবে তেল আবিবে এক ৬০ বছর বয়সী নারী দৌড়ে ক্ষেপণাস্ত্রনিরোধী আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন আর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এমডিএ জানিয়েছে। এর পাশাপাশি দৌড়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় পড়ে গিয়ে সামান্য আঘাত পাওয়া ও ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন শুনে আতঙ্কে অসুস্থ হয়ে পড়া অন্তত ২৫ জনকে চিকিৎসা দেয়ার কথা জানিয়েছে তারা। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার কিছুক্ষণের মধ্যে সিনিয়র হাউছি নেতা হেজাম আল-আসাদ সামাজিক মাধ্যম এক্স এ বলেন, ‘গাজায় আমাদের লোকদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের আক্রমণ অব্যাহত থাকবে।’