২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইসরাইলের জন্য তহবিল সংগ্রহের বিজ্ঞাপন প্রমোট করছে ফেসবুক

-

ইসরাইলের জন্য তহবিল সংগ্রহের বিজ্ঞাপন প্রমোট করছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ক্যাম্পেইনিং অর্গনাইজেশন ইকো এমন ৯৮টি বিজ্ঞাপন চিহ্নিত করেছে। নির্দিষ্ট অর্থের বিনিময়ে ইসরাইলি সেনাবাহিনী ও আইনপ্রণেতাদের জন্য তহবিল সংগ্রহের বিজ্ঞাপন প্রমোট করছে ফেসবুক। অথচ ওই সেনারা গাজায় যুদ্ধাপরাধে জড়িত। আর আইনপ্রণেতারা গাজায় পুনর্বাসনে আগ্রহী।
ইকোর এক জরিপে দেখা গেছে, ফেসবুক এমন অন্তত ৯৮টি বিজ্ঞাপন প্রমোট করেছে। বিজ্ঞাপনগুলো বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জনগণকে টার্গেট করে দেখানো হচ্ছে। বিজ্ঞাপনে অনুরোধ জানানো হচ্ছে, যেন ইসরাইলি সেনাবাহিনীর জন্য উন্নত প্রযুক্তির থার্মাল ড্রোন, অ্যাসল্ট রাইফেল সাইট, আর্মার, নাইট ভিশন গগলস এবং হেলমেটসহ উন্নত সমরাস্ত্র কেনার জন্য সহযোগিতা করা হয়।
প্রকাশিত খবরে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, তহবিল সংগ্রহের এই বিজ্ঞাপনে সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, এতে তারা ড্রোন কেনার জন্য তহবিল সংগ্রহে জোর দিচ্ছে। সম্ভবত এই ড্রোনগুলো তারা গাজা ও লেবাননে চলমান যুদ্ধে ব্যবহার করবে। সূত্রটি আরো জানিয়েছে, ইসরাইল যেসব ড্রোন কিনতে চাচ্ছে, তার অধিকাংশগুলোই বিস্ফোরক বহনের কাজে ব্যবহৃত হয়।
শতাধিক ইসরাইলি সামরিক কর্মকর্তার পদত্যাগ
ইসরাইলি সেনাবাহিনী থেকে ২০২৪ সালে শতাধিক কর্মকর্তা পদত্যাগ করেছে বলে ২০ ডিসেম্বর জানিয়েছে একটি ইসরাইলি সংবাদমাধ্যম। মিডল ইস্ট মনিটরের এক খবরে এ তথ্য উঠে এসেছে। পদত্যাগের কারণ হিসেবে গাজা উপত্যকার চলমান যুদ্ধ এবং অর্থনৈতিক সঙ্কটের কথা বলা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল পদের ৫০০ কর্মকর্তা এ বছর তাদের চাকরি থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছে ইসরাইল হায়ম নামের একটি সংবাদমাধ্যম। খবরটতে ব্যাপক পরিমাণে পদত্যাগের ঘটনাটিকে আতঙ্কজনক বলে বর্ণনা করা হয়েছে। এটি সামরিক বাহিনীর কর্মকর্তা ও সেনাসদস্য বাড়ানোর পরিকল্পনাকে ব্যাহত করছে। টানা দ্বিতীয় বছর যুদ্ধের ধারাবাহিকতাকে এ পদত্যাগের কারণ হিসেবে বর্ণনা করেছে সংবাদমাধ্যমটি। সেনাবাহিনী থেকে পদত্যাগ করেছে এমন একজন কর্মকর্তা বলেছেন, যুদ্ধের সময় যে অসহনীয় চাপের মুখে কর্মকর্তারা পড়েছেন তা সহ্য করার মতো নয়। তিনি আরো বলেন, আমার মনে হয়েছিল গত এক বছর একটা বুলডোজার আমার শরীরটাকে যেন পিষে ফেলছে।
ইসরাইলি সামরিক বাহিনী ২০২৫ সালে সেনাসদস্য নিয়ে আরো সমস্যায় পড়বে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে। সংবাদমাধ্যমটি সতর্ক করে দিয়ে বলেছে, সামরিক বাহিনীর জনবলসঙ্কটকে পুরো ইসরাইল রাষ্ট্রের জন্য একটি কৌশলগত হুমকি হিসেবে বিবেচনা করা যেতে পারে। যদি সামরিক বাহিনীর দক্ষ ও স্থায়ী সেনাসদস্যরা চলে যায়, তাহলে তাদের পরির্বতে সন্তোষজনক বিকল্প পাওয়া যাবে না।


আরো সংবাদ



premium cement