২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাশিয়ার আক্রমণ ঠেকাতে ইউক্রেনের উন্নত লেজার অস্ত্র

ইউক্রেন নতুন 'ট্রাইডেন্ট' লেজার অস্ত্র যা বিমানকে এক মাইল দূর থেকে প্রতিহত করতে পারবে। ইনসেটে 'ট্রাইডেন্ট' : ইন্টারনেট -

রাশিয়ার অব্যাহত আগ্রাসন ঠেকাতে উন্নতমানের লেজার অস্ত্র তৈরির কথা জানিয়েছে ইউক্রেন। মূলত ড্রোন ভূপাতিত করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কিয়েভ। এই লেজার অস্ত্র, এক মাইল দূরে আকাশের লক্ষ্যবস্তুকে হামলা করতে পারে। অবশ্য ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের ড্রোন ধ্বংসে লেজার অস্ত্র ব্যবহার করে আসছে রাশিয়া। এবার এ সক্ষমতা অর্জন করল প্রতিপক্ষ ইউক্রেন।
লেজার অস্ত্রটির নাম ‘ট্রাইজুব’ (Tryzub)। চলতি সপ্তাহে ইউরোপ প্রতিরক্ষা শিল্প সম্মেলনে অস্ত্রটি প্রকাশ্যে এনেছে ইউক্রেন। ইউক্রেনের মনুষ্যবিহীন সশস্ত্রবাহিনীর কমান্ডার ভাদিম সুখরেভস্কি বলেছেন, আজ আমরা ইতোমধ্যেই এই লেজারের সাহায্যে ২ কিলোমিটারেরও বেশি উচ্চতায় বিমানে গুলি করতে পারি। এটি সত্যিই কাজ করে, এটি সত্যিই বিদ্যমান।
সুখরেভস্কি আরো বলেন, আমি যদি ভুল না করি তা হলে ইউক্রেন এমন পঞ্চম দেশ যার কাছে লেজার অস্ত্র রয়েছে। আমরা এখন এ কথা বুক ঠুকে বলতে পারি। ইউক্রেন নিজেই এই অস্ত্র তৈরি করেছে নাকি অন্য কোনো দেশ সাহায্য করেছে তা স্পষ্ট নয়।
এই অস্ত্রটি ৫০ কিলোওয়াটের রশ্মিসহ আক্রমণকারী ড্রোন, ক্ষেপণাস্ত্র, বিমান এবং এমনকি উপগ্রহগুলোকে গুলি করার জন্য ডিজাইন করা হয়েছে। এমনকি এটি এক টাকার মুদ্রার আকারের লক্ষ্যকেও আঘাত করতে পারে। এর পরিসীমা সম্পর্কে তথ্য খুবই গোপন। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি যেকোনো লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে। লেজার টার্গেটকে তাৎক্ষণিকভাবে তিন হাজার ডিগ্রি সেলসিয়াসের বেশি গরম করে। এ ছাড়া বন্দুকের মতো এতেও গুলি ফুরিয়ে যায় না। যতদিন বিদ্যুৎ থাকবে তত দিন কাজ চলবে।
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা
এ দিকে রয়টার্স জানায়, ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ। গতকাল শুক্রবার ভোরে দফায় দফায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এ দিকে রুশ হামলায় কিয়েভে অন্তত একজনের নিহত হওয়ার খবর তাৎক্ষণিকভাবে পাওয়া গেছে। স্থানীয় সময় সকাল ৭টার দিকে এই হামলা চালানো হয়।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আজ সকালে রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং কিয়েভজুড়ে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাব : প্রধান উপদেষ্টা শ্রদ্ধা ও ভালবাসায় হাসান আরিফকে সুপ্রিম কোর্ট থেকে শেষ বিদায় জাপানের একাধিক স্থানে আগুন, নিহত ৮ বেতাগীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা-২০২৪ পেলেন যারা অবশেষে বিল পাশ করে ‘শাটডাউন’ এড়ালো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসার জন্য প্রথম ওষুধের অনুমোদন এক্সপ্রেসওয়েতে টোল ছাড়, সেনানিবাস হয়ে যেতে পারবেন বিমানযাত্রীরা সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে : আমিরে জামায়াত সড়কে নৈরাজ্যে রাজনৈতিক প্রভাব জড়িত, সহজে সমাধান হবে না : তথ্য উপদেষ্টা ইসরাইলে সফল ক্ষেপণাস্ত্র হামলার পর যা বললেন হাউসি কর্মকর্তা

সকল