দক্ষিণ কোরিয়ায় বিরোধীদের প্রস্তাবে ভারপ্রাপ্ত নেতার ভেটো
- এপি
- ২১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধী দলের প্রস্তাবিত একাধিক বিতর্কিত বিলে ভেটো দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত নেতা ও প্রধানমন্ত্রী হান ডাক সু। প্রেসিডেন্ট ইউন সুক ইওলের অভিশংসনের পর বৃহস্পতিবার তার এ পদক্ষেপের ফলে দেশটির রাজনৈতিক অস্থিরতা আরো ঘনীভূত হলো।
গত শনিবার প্রেসিডেন্ট ইউনের ক্ষমতা স্থগিত হওয়ার পর দায়িত্ব নেন প্রধানমন্ত্রী হান। এরপর থেকেই তার ক্ষমতার পরিধি নিয়ে ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে মতবিরোধ চলছে। অভিশংসিত ইউনকে স্থায়ীভাবে অপসারণ করা হবে নাকি পুনর্বহাল করা হবে- সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সাংবিধানিক আদালত। এদিকে ৩ ডিসেম্বর সামরিক আইন ঘোষণা করে ইউন কোনো রাষ্ট্রদ্রোহী পর্যায়ের কাজ করেছেন কি না, সেটা নিয়ে তদন্ত করছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। এরই মধ্যে ইউনের প্রতিরক্ষামন্ত্রী, পুলিশপ্রধান ও সামরিক বাহিনীর কয়েকজন কমান্ডারকে এ মামলায় গ্রেফতার করা হয়েছে।
বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি প্রথমে প্রধানমন্ত্রী হানকেও অভিশংসনের কথা ভেবেছিল। কারণ তিনি সামরিক শাসন জারির ঘোষণা দেয়া থেকে ইউনকে বিরত রাখতে ব্যর্থ হন। তবে, প্রধানমন্ত্রী দেশের ভারপ্রাপ্ত নেতার দায়িত্ব নেয়ার পর সেই পরিকল্পনা স্থগিত রাখা হয়। হানের ভেটো দেয়া ছয়টি বিলের মধ্যে চারটি উত্থাপিত হয়েছিল কৃষি ও মৎস্যশিল্পে আর্থিক সহায়তা বাড়ানোর লক্ষ্যে।
এর মধ্যে, চাল ব্যবস্থাপনা আইন বা গ্রেইন ম্যানেজমেন্ট অ্যাক্ট নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক চলছে। এ বিল অনুযায়ী, চালের মূল্য হঠাৎ কমে গেলে সরকারকে অতিরিক্ত চাল কিনতে হবে যাতে খাদ্য নিরাপত্তা বজায় থাকে।