১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শেষ পর্যন্ত লড়াইয়ের অঙ্গীকার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের

-

পার্লামেন্টে দ্বিতীয়বারের মতো অভিশংসনের মুখোমুখি হতে যাওয়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল ‘শেষ পর্যন্ত লড়াই’ করার অঙ্গীকার করেছেন। গতকাল বৃহস্পতিবার এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটির এ নেতা টেলিভিশনে দেয়া এক দীর্ঘ ভাষণে এ অঙ্গীকার জানান।
ইউনের স্বল্পস্থায়ী সামরিক আইন জারিকে কেন্দ্র বিরোধী দল তাকে অভিশংসনের মুখোমুখি করার আরেকটি উদ্যোগ নিয়েছে। শনিবার পার্লামেন্টে এই প্রস্তাব তোলার সম্ভাবনা আছে। ইউনের নিজ দলের কিছু আইনপ্রণেতাও অভিশংসন প্রস্তাবের পক্ষে সমর্থন জানাবেন বলে জানিয়েছেন। টেলিভিশনে দেয়া ভাষণে ইউন অভিযোগ করে বলেছেন, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার নির্বাচন কমিশনকে হ্যাক করেছে। এপ্রিলে হওয়া নির্বাচনে তার দলের বিপর্যয়কর ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
ইউন আশা করছেন, তার রাজনৈতিক মিত্ররা তার পক্ষে সমর্থন জানাবে। কিন্তু তার এ জ্বালাময়ী ভাষণের পর সেই সম্ভাবনা কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ তার ক্ষমতাসীন দল পিপলস পাওয়ার পার্টি (পিপিপি) নেতা প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ইউনের পদত্যাগ করার বা পার্লামেন্টের মাধ্যমে তাকে অভিশংসন করার সময় এসে গেছে। ইউন বলেছেন, বিরোধী দল গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টায় ‘পাগলের মতো তলোয়ার নাচ নাচছে’।
সামরিক বাহিনীকে ব্যাপক ক্ষমতা তুলে দেয়ার আকস্মিক উদ্যোগ নেয়ার ৯ দিন পর তিনি বলেন, ‘তারা আমাকে অভিশংসিত করুক অথবা আমার বিরুদ্ধে তদন্ত করুক, আমি শেষ পর্যন্ত লড়াই করব, আমি সরাসরি এর মোকাবেলা করব।’ শনিবার তিনি ক্ষমা চাওয়ার এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ নিজ দলের রাজনৈতিক মিত্রদের হাতে তুলে দেয়ার প্রতিশ্রুতি দেয়ার পর থেকে প্রথম মন্তব্যে এসব কথাই বলেছেন তিনি। গত শনিবার ইউন বিরোধী দল নিয়ন্ত্রিত পার্লামেন্টের অভিশংসন উদ্যোগ থেকে রক্ষা পান।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল