আঞ্চলিক নেতাদের সাথে আলোচনায় মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ব্লিনকেন
- ভয়েস অব আমেরিকা
- ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
দীর্ঘ দিন ক্ষমতায় থাকা স্বৈরাচারী শাসক বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে আঞ্চলিক দেশগুলোকে একত্রিত করতে বুধবার জর্দান ও তুরস্ক সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, ব্লিনকেন আকাবা জর্দান এবং তুরস্কের আংকারা সফর করবেন এবং সিরিয়া, ইসরাইল, গাজা, লেবানন ও পুরো অঞ্চলের উন্নয়ন নিয়ে আলোচনা করতে নেতাদের সাথে বৈঠক করবেন।
ব্লিনকেনের একজন মুখপাত্র বলেন, ব্লিনকেনের লক্ষ্য সিরিয়ার ক্ষমতা হস্তান্তরের মূলনীতিগুলো নিয়ে আঞ্চলিক নেতাদের সাথে ঐকমত্য নিশ্চিত করা।
তিনি বলেন, এর মধ্যে রয়েছে সংখ্যালঘুদের অধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা, মানবিক সহায়তা সহজীকরণ, সিরিয়াকে সন্ত্রাসবাদের স্বর্গরাজ্য বা প্রতিবেশীদের জন্য হুমকি হয়ে ওঠাকে প্রতিরোধ করা এবং রাসায়নিক বা জৈবিক অস্ত্রের মজুদ নিরাপদে ধ্বংস করা। ব্লিনকেন বলেন, যুক্তরাষ্ট্র সিরিয়ার এমন একটি সরকারকে স্বীকৃতি দেবে যারা এসব নীতি মেনে চলে। আংকারায় ব্লিনকেন ন্যাটো মিত্র তুরস্কের সাথে সন্ত্রাসবাদ দমন ও আঞ্চলিক স্থিতিশীলতাসহ অভিন্ন অগ্রাধিকারের বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন।
মঙ্গলবার ব্লিনকেন জর্দান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মিসরের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। বৈঠকে তিনি সিরিয়ার নেতৃত্বে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন। এ দিকে বৃহস্পতিবার অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপনস বা ওপিসিডব্লিউ সিরিয়ার পরিস্থিতি মোকাবেলায় জরুরি অধিবেশনে আহ্বান করতে যাচ্ছে। ১৯৯৭ সালের রাসায়নিক অস্ত্র কনভেনশনের বাস্তবায়নকারী সংস্থা ও পিসিডব্লিউ বলেছে, তারা রাসায়নিক অস্ত্রের স্থাপনাগুলোর ওপর ‘বিশেষ মনোযোগ’ দিয়ে সিরিয়ার ওপর নজর রাখছে এবং সবধরনের নিষিদ্ধ অস্ত্র ঘোষণা ও ধ্বংস করার দায়িত্ব দেশটিকে তারা স্মরণ করিয়ে দিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা