২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এবার ব্রিটিশ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের

-

# কুরস্ক অঞ্চলে ১২টি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিয়েভ
# ইউক্রেনে প্রথমবার আন্তঃমহাদেশীয় মিসাইল ছুড়ল রাশিয়া

যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলার এক দিন পর ব্রিটেনের স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার এ হামলার খবর রাশিয়ার যুদ্ধ সংবাদদাতারা টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তাও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ইউক্রেনের জেনারেল স্টাফের একজন মুখপাত্র বলেছেন, এখন পর্যন্ত তার কাছে এমন কোনো তথ্য নেই।
রুশ কর্তৃপক্ষ বলছে, সীমান্ত থেকে রাশিয়ার ভূখণ্ডের অনেক গভীরে আঘাত হানার জন্য পশ্চিমা অস্ত্রের ব্যবহার সঙ্ঘাতকে আরো বাড়িয়ে তুলবে। টেলিগ্রামে রাশিয়ার যুদ্ধ সংবাদদাতাদের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিওতে ক্ষেপণাস্ত্রের শব্দ শোনা গেছে। ভিডিওটিতে কমপক্ষে ১৪টি বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একটি আবাসিক এলাকায় ধারণ করা ওই ভিডিওতে দূর থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়।
এ দিকে রুশপন্থী টেলিগ্রাম চ্যানেল টু মেজর্স দাবি করেছে, ইউক্রেন কুরস্ক অঞ্চলে ১২টি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একজন মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। যুক্তরাজ্য এর আগেও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে স্টর্ম শ্যাডো মিসাইল হামলার অনুমতি দিয়েছিল। তবে ওই অনুমতি ইউক্রেনে প্রবেশ করা রুশ সেনাদের রুখতে ইউক্রেনের ভূখণ্ডের মধ্যেই ব্যবহারের জন্য সীমাবদ্ধ ছিল। পরিসীমা ছিল ২৫০ কিলোমিটার বা এর বেশি।
ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের কারণে উত্তেজনা বাড়ার সাথে সাথে যুক্তরাষ্ট্র বুধবার কিয়েভে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে, কারণ দূতাবাসকে লক্ষ্য করে বিমান হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। পরে অবশ্য বলা হয়, বৃহস্পতিবার থেকে দূতাবাস আবার চালু করা হবে। এ দিকে বুধবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন ইউক্রেনকে ২৭৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে।
আন্তঃমহাদেশীয় মিসাইল নিক্ষেপ
এ দিকে ইউক্রেনকে লক্ষ্য করে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় মিসাইল ছুড়েছে রাশিয়া। বৃহস্পতিবার ভোরে মিসাইলটি ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, মিসাইলটি ছোড়া হয়েছে রাশিয়ার আসট্রাখান থেকে। ভোলোগোরোদের দক্ষিণ-পূর্ব দিকের এ অঞ্চলটি কাস্পিয়ান সাগরের পাশে অবস্থিত। দেশটির বিমানবাহিনী আরো জানিয়েছে রাশিয়া তাদের দানিপ্রো অঞ্চলের ‘দোকানপাট ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে’ ভোররাতে এ হামলা চালায়।
তবে এতে তাদের অবকাঠামো কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে; সে বিষয়টি স্পষ্ট করেনি তারা। এ ছাড়া শক্তিশালী এ আন্তঃমহাদেশীয় মিসাইলটি আটকানো হয়েছে কি না সেটিও জানায়নি তারা। তবে রাশিয়ার ছোড়া ছয়টি কেএইচ-১০১ ক্রুজ মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। যদিও তাদের এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। আন্তঃমহাদেশীয় মিসাইলগুলোর রেঞ্জ বা দূরত্ব কয়েক হাজার কিলোমিটার হতে পারে। এ মিসাইলটি বিস্ফোরক ছাড়াও পারমাণবিক অস্ত্রও বহন করতে পারে।
রাশিয়ার ক্রুস্ক অঞ্চলকে লক্ষ্য করে গত দুই দিনে যুক্তরাষ্ট্রের ও ব্রিটেনের দূরপাল্লার মিসাইল ছুড়েছে ইউক্রেন। এ হামলার পরপরই ইউক্রেনকে লক্ষ্য করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ছুড়ল মস্কো। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় তিন বছরে পা দিতে যাওয়া এ যুদ্ধ কয়েক মাস ধরে অনেকটা আড়ালে ছিল। তবে রাশিয়া হঠাৎ করে আবারো দ্রুত সময়ের মধ্যে ইউক্রেনের বিশাল একটি অংশ দখল করে নিয়েছে। এর পরই রাশিয়ায় মার্কিন ও ব্রিটিশ দূরপাল্লার মিসাইল ছুড়েছে ইউক্রেন।
বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার চেষ্টা করবেন। ফলে দু’পক্ষ শেষ মুহূর্তে নিজ নিজ অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে।


আরো সংবাদ



premium cement