ফিলিস্তিনে গণহত্যা নিয়ে সৌদির সমালোচনায় ইসরাইলের উদ্বেগ
- টাইমস অব ইসরাইল
- ২১ নভেম্বর ২০২৪, ০০:০০
সম্প্রতি রিয়াদে মুসলিম দেশগুলোর এক সম্মেলনে ফিলিস্তিনে চালানো ইসরাইলের গণহত্যার কড়া সমালোচনা করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ইসরাইলের বর্বরতার কড়া সমালোচনার পাশাপাশি সম্মেলনে ইরানের সাথে উষ্ণ সম্পর্ক অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন সৌদি যুবরাজ। সৌদি যুবরাজের এ আরচরণে গভীর উদ্বেগে ফেলেছে ইসরাইলকে। তবে যুক্তরাষ্ট্রের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি ইসরাইলের আশা বাঁচিয়ে রেখেছে।
ইরানের সাথে সৌদির দূরত্ব সৃষ্টি করে নিজের ফায়দা লুটতে চাচ্ছে ইসরাইল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রিয়াদের সাথে সম্পর্কোন্নয়ন করতে চায় তেলআবিব। সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের মঞ্চে দাঁড়িয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অঞ্চলের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য তার দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। সেখানে নেতানিয়াহু বলেন, ইসরাইল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি হলেই মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস বইবে।
তিনি বলেন, একটি নতুন মধ্যপ্রাচ্য গঠনের জন্য চার বছর আগে আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে আমরা যে পথ প্রশস্ত করেছি, তা আমাদের অবশ্যই চালিয়ে যেতে হবে। সর্বোপরি এর অর্থ হলো ইসরাইল ও সৌদি আরবের মধ্যে একটি ঐতিহাসিক শান্তি চুক্তিতে উপনীত হওয়া। কিন্তু সম্প্রতি সৌদি যুবরাজের মতিগতি দেখে গভীর উদ্বেগে আছে ইহুদিবাদী দেশ ইসরাইল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা