পাকিস্তানে পৃথক হামলায় ৮ সেনা নিহত ৭ পুলিশ অপহৃত
- এএফপি
- ২০ নভেম্বর ২০২৪, ০০:০০
পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে হামলার ঘটনায় ৮ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া আরো সাত পুলিশ সদস্যকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এএফপিকে দেশটির পুলিশ এবং গোয়েন্দা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, খাইবার-পাখতুনখোয়া প্রদেশের তিরাহ এলাকায় স্থানীয় সময় সোমবার সঙ্ঘাতের ঘটনায় ৮ সেনা এবং ৯ সন্ত্রাসী নিহত হয়েছে।
দ্য পাকিস্তান তালেবান (টিটিপি) এসব হামলার দায় স্বীকার করে নিয়েছে। ওই প্রদেশে পৃথক একটি হামলার ঘটনায় চেক পয়েন্ট থেকে সাত পুলিশ সদস্যকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানিয়েছেন, হামলাকারীরা পুলিশ কর্মকর্তাদের কাছে থাকা অস্ত্রও ছিনিয়ে নিয়ে গেছে। মোহাম্মদ জিয়া উদ্দিন দ্বীন নামের অপর এক পুলিশ কর্মকর্তাও এই ঘটনা নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা