১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইসরাইলি নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান

-

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে বৃহস্পতিবার এক চিঠিতে তারা এ আহ্বান জানান।
চিঠিতে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা বাইডেনের মেয়াদকালের মধ্যেই ইসরাইলকে একটি শক্ত বার্তা দেয়ার কথা বলেছেন। তারা দাবি করেন, নেতানিয়াহুর সরকারের দুই গুরুত্বপূর্ণ স্তম্ভ অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির ফিলিস্তিনিবিরোধী সহিংসতা উসকে দিয়েছেন।
চিঠিতে বলা হয়, ‘পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দুর্বল করার পদক্ষেপ এবং সেখানে সহিংসতার উদ্বেগজনক বৃদ্ধিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’ চিঠিতে স্বাক্ষর করেছেন ১৭ জন সিনেটর এবং ৭১ জন হাউস প্রতিনিধি। এতে উল্লেখ করা হয়, পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর ১ হাজার ২৭০ টিরও বেশি সহিংস হামলা চালিয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে তিনটির বেশি।
চিঠিটি ২৯ অক্টোবর লেখা হলেও বৃহস্পতিবার প্রকাশ করা হয়। কারণ, হোয়াইট হাউস থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনজন কংগ্রেস সদস্য।
ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হলেন এবং হাউস রিপ্রেজেন্টেটিভস রোজা ডিলারো ও শন ক্যাস্টেন জানান, বাইডেন বিদ্যমান ক্ষমতা কাঠামোর মধ্যে থেকেই নির্বাহী আদেশের অধীনে নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা রাখেন।
ভ্যান হলেন বলেন, ‘নেতানিয়াহুর চরমপন্থী সরকারের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র অনুমোদন দেবে না, এমন বার্তা দেয়া এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ হোয়াইট হাউস বা যুক্তরাষ্ট্রে ইসরাইলি দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র বহু বছর ধরেই ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে অবস্থান নিয়ে আসছে। পাশাপাশি, ইসরাইলকে বসতি সম্প্রসারণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসছে।
ইসরাইল ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় পশ্চিম তীর দখল করে। তবে বিশ্বের অধিকাংশ দেশই সেখানে ইসরাইলি বসতিকে অবৈধ মনে করে। তবে ইসরাইল ঐতিহাসিক দাবির ভিত্তিতে পশ্চিম তীরকে নিজের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে।
এদিকে, দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন নেতানিয়াহু।


আরো সংবাদ



premium cement