১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইরানি রাষ্ট্রদূতের সাথে বৈঠক ইলন মাস্কের

-

সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নতুন দফতরের দায়িত্ব পেলেন ইলন মাস্ক। এর মধ্যেই ইরানের রাষ্ট্রদূতের সাথে তার গোপন বৈঠকের খবর প্রকাশ্যে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইরানি কর্মকর্তা মার্কিন নিউ ইয়র্ক টাইমসকে এ তথ্য জানিয়েছেন।
দুই ইরানি কর্মকর্তা বলেন, সোমবার জাতিসঙ্ঘের এক অধিবেশনে পর, ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানির সাথে একটি গোপন স্থানে বৈঠক করেছেন ইলন মাস্ক। প্রায় এক ঘণ্টারও বেশি সময় স্থায়ী এই বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা প্রশমিত করার বিষয়ে আলোচনা করেছেন তারা।
বৈঠকের গোপনীয়তা নিয়ে সূত্রগুলো জানায়, জনসমক্ষে নীতি নিয়ে তাদের আলোচনা করার অনুমোদন নেই। তাই গোপনে এই বৈঠক করতে হয়েছে। তবে আলোচনাটি ‘ইতিবাচক’ ও ‘ফলপ্রসূ’ ছিল। এ বিষয়ে জানতে চাইলে নিউ ইয়র্ক টাইমসকে ট্রাম্পের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং বলেন, ব্যক্তিগত বৈঠকের বিষয়ে আমরা মন্তব্য করি না। বিশেষ করে বৈঠকটি হয়েছে কি হয়নি।
ইলন মাস্কের সাথে যোগাযোগ করেও কোনো সাড়া পায়নি নিউ ইয়র্ক টাইমস। বৈঠকটির মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি দাবি করেন, ইলন মাস্কের পক্ষ থেকেই এই বৈঠকের অনুরোধ করা হয়েছে এবং এতে রাষ্ট্রদূত সাড়া দিয়েছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, বৈঠকে মাস্ককে তেহরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞাগুলো তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত ইরাভানি। একই সাথে পারস্পারিক ব্যবসা-বাণিজ্য শুরুর পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি। এই বৈঠকের বিষয়ে জাতিসঙ্ঘে ইরানের মিশনের সাথেও যোগাযোগ করেছে তারা। সেখান থেকেও কোনো সাড়া পায়নি নিউ ইয়র্ক টাইমস।


আরো সংবাদ



premium cement