১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মার্কিন যুদ্ধজাহাজে হাউছিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

-

ইয়েমেনের উপকূল থেকে যাত্রার সময় মার্কিন যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হাউছি গোষ্ঠী। তবে এ হামলা সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে মার্কিন বাহিনী। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদফতর পেন্টাগন এ তথ্য জানায়। পেন্টাগনের মুখপাত্র এয়ার ফোর্সের মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ আব্রাহাম ও নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী দু’টি ডেস্ট্রয়ার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হাউছি গোষ্ঠী।
বাব আল-মান্দেব প্রণালীর ট্রানজিটের সময় গোষ্ঠীটি এ হামলা চালায়। তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড ( সেন্টকম) বাহিনী এ হামলা সফলভাবে প্রতিহত করেছে। ‘মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়নি এবং কোনো কর্মীও আহত হয়নি। এ হামলার বিষয়ে আমরা অবগত ছিলাম না’- বলেছেন রাইডার। রাইডার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ‘ইউএসএস স্টকডেল’ ও ‘ইউএসএস স্প্রুয়েন্স’ এ কমপক্ষে আটটি একমুখী আক্রমণকারী ড্রোন, পাঁচটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি অ্যান্টিশিপ ক্রুশজ ক্ষেপণাস্ত্র দ্বারা আক্রমণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার হাউছি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করে জানায়, টানা ৮ ঘণ্টা যোদ্ধারা মার্কিন যুদ্ধজাহাজ ও নৌবাহিনীর দু’টি ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হাউছির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক বিবৃতিতে বলেছেন, ‘প্রথম অভিযানটি বেশ কয়েকটি ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে আরব সাগরে অবস্থিত আমেরিকান বিমানবাহী রণতরীকে (আব্রাহাম) লক্ষ্য করে হামলা চালানো হয়। অন্য অপারেশনটি বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনসহ লোহিত সাগরে দুটি আমেরিকান ডেস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু করেছিল।
অপারেশনগুলো এর উদ্দেশ্য অর্জনে সফল হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, গোষ্ঠীটি ফিলিস্তিনিদের সাথে একাত্মতা প্রকাশ করে ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরাইলের সাথে সম্পৃক্ততা শিপিংয়গুলোয় হামলা চালিয়ে আসছে। তবে গোষ্ঠীটির বিরুদ্ধে ইসরাইল বা গাজার যুদ্ধের সাথে কোনো সুস্পষ্ট সম্পর্ক না থাকলেও তারা বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা করছে বলে অভিযোগ করে পেন্টাগন।


আরো সংবাদ



premium cement
অনুশোচনা নেই আওয়ামী লীগে, যে অপেক্ষায় তারা রাতে মাঠে নামছে চিরচেনা ব্রাজিল, ভোরে বিশ্বজয়ী আর্জেন্টিনা কাঁঠালিয়ায় মোটরসাইকেলচাপায় গৃহবধূ নিহত, আহত ২ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি : মাহমুদুর রহমান সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে সোপর্দ করল জনতা বিএলআরআইয়ের ভূমিকা হওয়া উচিত দেশীয় জাত সংরক্ষণ : ফরিদা আখতার কেউ যাতে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে : আসিফ নজরুল প্রশাসক নিয়োগ করে পোশাক কারখানায় সমস্যা সমাধান সম্ভব? খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন তিন দিনের মধ্যে এনআইডিকে ক্যাটাগরি করার নির্দেশ ইসির

সকল