১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ক্ষতিপূরণ পাচ্ছেন কুখ্যাত আবু গারিব কারাগারে নির্যাতিত ৩ ইরাকি

ক্ষতিপূরণ পাচ্ছেন কুখ্যাত আবু গারিব কারাগারে নির্যাতিত ৩ ইরাকি -

ইরাকে মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণাধীন কুখ্যাত বন্দিশালা আবু গারিবে নির্যাতনের শিকার তিন ইরাকিকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত মার্কিন প্রতিরক্ষা ঠিকাদার কোম্পানি সিএসিআই প্রিমিয়ার টেকনোলজিকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়।
আবু গারিবে নির্যাতনের শিকার ও তিন ইরাকি হলেন ইরাকের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সুহাইল আল শিমারি, ফল বিক্রেতা আসাদ জুবাই এবং সাংবাদিক সালাহ আল-ইজাইলি। তাদের প্রত্যেককে প্রায় ১৪ মিলিয়ন ডলার করে ক্ষতিপূরণ দেয়া হয়েছে। এই মামলার অন্যতম বাদিপক্ষ মানবাধিকার সংস্থা সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস জানিয়েছে, এই তিনজন ২০০৮ সালে ভার্জিনিয়ার আর্লিংটনে অবস্থিত বেসরকারি কোম্পানি সিএসিআইয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন।
২০০৩-০৪ সালে কুখ্যাত আবু গারিব কারাগারে ওই তিনজনের নির্যাতনের বিষয়টি নিয়ে দীর্ঘকাল ধরে চলা বিচারের শেষে সিএসিআই প্রিমিয়ার টেকনোলজি ইনকরপোরেটেডকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বাগদাদের পশ্চিম দিকে অবস্থিত আবু গারিব কারাগার ইরাকে যুক্তরাষ্ট্রের দখলদারত্বের এক জঘন্য প্রতীকে পরিণত হয়েছিল, কারাগারটিতে আটক বন্দীদের ওপর মার্কিন সেনাদের নির্মম নির্যাতনের প্রমাণ প্রকাশ পাওয়ার পর। মামলায় অভিযোগ করা হয়, বেশির ভাগ নির্যাতনই ২০০৩ সালের শেষ দিকে হয়। আর ঠিক সেই সময়টাতেই সিএসিআইয়ের কর্মীরা ওই কারাগারে কাজ করছিলেন।
এই কোম্পানির বেসামরিক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা মার্কিন সেনাদের বন্দীদের ওপর নির্যাতনে উসকে দিয়েছেন। এই মামলায় নিম্নপদস্থ ১১ কারারক্ষীর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়। যার মধ্যে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা লিন্ডি ইংল্যান্ড অন্যতম। তাকে নগ্ন বন্দীদের পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তোলা অবস্থায় দেখা গেছে। সিএসিআইয়ের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিল মার্কিন আইনের ধারা ‘অ্যালিয়েন টর্ট স্ট্যাটিউটের’ আওতায়। এই ধারা যুক্তরাষ্ট্রের বাইরে ঘটা মানবাধিকার লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রের আদালতে অ-মার্কিন নাগরিকদের মামলা করার সুযোগ দেয়।
তবে, সিএসিআই দাবি করেছে, অভিযোগ করা বেশির ভাগ নির্যাতন তৎকালীন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড অনুমোদন করেছিলেন এবং কারাগারের সামরিক কমান্ডাররা তা নিয়মাবলিতে অন্তর্ভুক্ত করেছিলেন। মামলার রায়ের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাংবাদিক সালাহ আল-ইজাইলি বলেন, ‘আজ আমার জন্য এবং ন্যায়বিচারের জন্য একটি বড় দিন। এই বিজয় প্রতিটি নিপীড়িত মানুষের জন্য একটি আলোকবর্তিকা এবং যেকোনো প্রতিষ্ঠান বা ঠিকাদার যারা বিভিন্নভাবে নির্যাতন ও নির্দয় আচরণ করছে তাদের জন্য একটি শক্তিশালী সতর্কবার্তা।’
সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটসের অ্যাটর্নি ক্যাথরিন গ্যালাঘার এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এই রায় স্পষ্ট করেছে যে, এই কলঙ্কজনক অধ্যায়ে সিএসিআইয়ের ভূমিকা রয়েছে। বেসরকারি সামরিক ও নিরাপত্তা ঠিকাদারদের সতর্ক করা হয়েছে, তারা আন্তর্জাতিক আইনের মৌলিক সুরক্ষাগুলো লঙ্ঘন করলে তাদের দায়বদ্ধ করা হবে। ২০ বছর ধরে সিএসিআই আবু গারিবে নির্যাতনে তাদের ভূমিকা অস্বীকার করে আসছে।’


আরো সংবাদ



premium cement
অনুশোচনা নেই আওয়ামী লীগে, যে অপেক্ষায় তারা রাতে মাঠে নামছে চিরচেনা ব্রাজিল, ভোরে বিশ্বজয়ী আর্জেন্টিনা কাঁঠালিয়ায় মোটরসাইকেলচাপায় গৃহবধূ নিহত, আহত ২ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি : মাহমুদুর রহমান সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে সোপর্দ করল জনতা বিএলআরআইয়ের ভূমিকা হওয়া উচিত দেশীয় জাত সংরক্ষণ : ফরিদা আখতার কেউ যাতে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে : আসিফ নজরুল প্রশাসক নিয়োগ করে পোশাক কারখানায় সমস্যা সমাধান সম্ভব? খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন তিন দিনের মধ্যে এনআইডিকে ক্যাটাগরি করার নির্দেশ ইসির

সকল