হারিকেনের তাণ্ডবে বিদ্যুৎহীন কিউবা
- বিবিসি
- ০৮ নভেম্বর ২০২৪, ০০:০৫
ক্যারিবিয়ান দেশ কিউবায় আঘাত হেনেছে শক্তিশালী সামুদ্রিক ঝড় হারিকেন রাফায়েল। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ক্যাটাগরি-৩ এই হারিকেনটি দেশটির উপকূলে আছড়ে পড়ে। আর এতে করে বিদ্যুৎহীন হয়ে পড়েছে সমগ্র কিউবা। মূলত হারিকেন রাফায়েলের জেরে তীব্র বাতাসের কারণে এই সঙ্কটের মুখে পড়েছে দেশটি। ঘণ্টায় ১৮৫ বিলোমিটার (১১৫ মাইল) বেগে হারিকেন রাফায়েল কিউবায় আঘাত হানার পর ক্যারিবিয়ান এই দ্বীপটি দেশব্যাপী ব্লø্যাক আউটের শিকার হয়েছে।
দেশটির জাতীয় শক্তি সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘হারিকেন রাফায়েলের কারণে সৃষ্ট শক্তিশালী বাতাসের কারণে জাতীয় বিদ্যুৎব্যবস্থা বন্ধ হয়ে গেছে’। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় জলোচ্ছ্বাস, আকস্মিক বন্যা এবং কাদা ধসের সতর্কতাসহ ক্যাটাগরি-৩ এই ঝড়টি কিউবার স্থলভাগে আছড়ে পড়ে। তবে এর আগেই কমপক্ষে ৭০ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেয় কিউবান কর্তৃপক্ষ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা