২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজাজুড়ে হাসপাতাল ও শরণার্থী শিবিরে হামলা ইসরাইলের

আরো ৩৭ ফিলিস্তিনি নিহত
দেইর আল-বালাহতে অবস্থিত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবু ইসরাইলি হামলায় লণ্ডভণ্ড : ইন্টারনেট -

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হাসপাতাল ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় শিবিরগুলো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। এর অংশ হিসেবে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের আজ-জাওয়াইদা এলাকায় ইসরাইলি বাহিনী বাস্তুচ্যুতদের তাঁবুতে হামলা চালালে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে। তা ছাড়া ইসরাইলি বাহিনী দ্বিতীয় দিনের মতো উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে হামলা চালিয়েছে। চিকিৎসা কর্মীদের মতে, ওই হামলায় নবজাতক শিশুসহ চিকিৎসা কর্মী এবং রোগীদের আহত করেছে।
এর আগে ইসরাইলের হামলায় গাজা উপত্যকায় গত সোমবার আরো ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন উত্তর গাজার। এ ছাড়া নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। সোমবার দিনের শুরুতে ইসরাইলি সামরিক বাহিনী উত্তর গাজার দু’টি আবাসিক ভবনে একাধিক বিমান হামলা চালায়। এতে সেখানে ২৫ জন নিহত হন। এ ছাড়া ইসরাইলি সামরিক বাহিনী ভারী আর্টিলারি এবং ড্রোন হামলাও চালিয়ে যাচ্ছে।
জাবালিয়া শরণার্থী শিবিরের উত্তরের অংশ থেকে বিতাড়িত হয়ে বেইত লাহিয়ায় আশ্রয় নেয়া মানুষদের ওপর হামলা চলছে। বাড়ি থেকে বাধ্যতামূলকভাবে বের করে দেয়ায় এই এলাকায় অধিকাংশ মানুষ জড়ো হয়েছেন। তবে অপ্রত্যাশিতভাবে তাদের বোমার টার্গেট করা হচ্ছে।
স্বাস্থ্যসেবার দিক থেকে পুরো উত্তর গাজা অঞ্চলটি সম্পূর্ণরূপে চিকিৎসাসেবা ছাড়া রয়েছে। আহতদের কামাল আদওয়ান হাসপাতাল বা আল-আওদা হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে সেখানে কোনো চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে না। কারণ ইসরাইলি সামরিক বাহিনী এসব চিকিৎসা প্রতিষ্ঠানকে অচল করে দিয়েছে। ফলে পরিস্থিতি ইতোমধ্যেই বাস্তুচ্যুত ও মানসিকভাবে বিপর্যস্ত গাজার জনসংখ্যার জন্য আরো জটিল এবং আরো চ্যালেঞ্জিং রূপ ধারণ করছে।


আরো সংবাদ



premium cement
অবসরে যাওয়া বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত কলকাতার কারাগার থেকে মুক্তি পেলেন পি কে হালদার ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ স্ত্রীসহ বিজিবির সাবেক ডিজি মইনুলকে বিমানবন্দর থেকে ফেরত মিয়ানমারের সাথে সীমান্ত নিরাপত্তার জন্য যা ভালো তাই করবে বাংলাদেশ : মুখপাত্র প্রাণিসম্পদ অধিদফতরের নতুন ডিজি আবু সুফিয়ান রেমিট্যান্সের ডলার সর্বোচ্চ ১২৩ টাকা দরে কেনার নির্দেশ পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ছাত্রশিবির আয়োজিত সায়েন্স ফেস্ট ২০২৪ এর রেজিস্ট্রেশনের সময় শেষ আগামীকাল ভারতে সাজা শেষে দেশে ফিরল ২৬ বাংলাদেশী এশিয়ান ইনডোরে খেলবেন ইমরানুর

সকল