২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মার্কিন নির্বাচনের আগে ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরিয়ার

-

দিন কয়েক আগেই আইসিবিএম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া। এবার কম দূরত্বের প্রচুর ক্ষেপণাস্ত্র ছুড়ল তারা। উত্তর কোরিয়ার নতুন আইসিবিএম ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল তা অত দূরে গিয়ে আঘাত হানতে পারবে না। বরং কম দূরত্বের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তারা। দক্ষিণ কোরিয়া এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানিয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
নজর রেখেছে যুক্তরাষ্ট্র
এ দিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে তাদের বিপদের কোনো সম্ভাবনা নেই। একটি বিবৃতিতে মার্কিন ইন্দো-প্যাসিফিক কম্যান্ড জানিয়েছে, আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। তা খতিয়ে দেখছি। তবে আমাদের আশু বিপদের কোনো সম্ভাবনা নেই। কয়েক দিন আগেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের নতুন ইন্টার কন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইলের (আইসিবিএম) পরীক্ষা তত্ত্বাবধান করেন।


আরো সংবাদ



premium cement