পূর্বের নিষেধাজ্ঞা না মানায় রাশিয়ার ওপর ফের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
- রয়টার্স
- ০১ নভেম্বর ২০২৪, ০০:০০
রাশিয়ার বিরুদ্ধে আবারো নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এবার ইউরোপসহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশে রাশিয়া সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। বুধবার এই নিষেধাজ্ঞা জারি করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এই পদক্ষেপের মাধ্যমে ওয়াশিংটন মস্কোকে বুঝাতে চাইছে যে, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমাদের নেয়া ব্যবস্থা পাশ কাটানো যাবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, এবারের নিষেধাজ্ঞার মধ্য দিয়ে সমন্বিত চাপ সৃষ্টির সুযোগ পাওয়া গেল। চীন, হংকং ও ভারতে রাশিয়া সংশ্লিষ্ট কয়েক ডজন প্রতিষ্ঠান এবারে নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
এছাড়া তালিকায় রয়েছে, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, থাইল্যান্ড, মালয়েশিয়া, সুইজারল্যান্ডসহ আরো কয়েকটি দেশের প্রতিষ্ঠান। এক ডজনেরও বেশি দেশের প্রায় চার শতাধিক রাশিয়া সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় ২৭৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে ১২০টি। এছাড়া রুশ সামরিক বাহিনীর প্রতি সমর্থনের অভিযোগে ৪০টি প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থাকে বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপরই মস্কোর বিরুদ্ধে একগাদা নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন। কিন্তু প্রথম থেকেই সেগুলো পাশ কাটানোর বিভিন্ন উপায় বের করে তা কাজে লাগিয়ে আসছিল ক্রেমলিন। এবারে নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়াকে সেই সুযোগ থেকেও বঞ্চিত করার চেষ্টা করবে হোয়াইট হাউজ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা