ট্রাম্পের জনসভায় অস্ত্রসহ সন্দেহভাজন গ্রেফতার
- এপি
- ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০
রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসভায় অংশগ্রহণ করতে আসা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে গ্রেফতারকৃত ওই ব্যক্তির কাছ থেকে একটি শটগান, একটি গুলিভর্তি হ্যান্ডগান, গোলাবারুদ ও একাধিক জাল পাসপোর্ট জব্দ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে ওই দিনই পাঁচ হাজার মার্কিন ডলারে তার জামিন মঞ্জুর করা হয়।
রোববার এক সংবাদ সমেলনে রিভারসাইড কাউন্টি শেরিফ চ্যাড বিয়ানকো বলেছেন, সন্দেহভাজন (৪৯) ব্যক্তি লাস ভেগাসের বাসিন্দা। তিনি একটি অনিবন্ধিত কালো এসইউভি চালাচ্ছিলেন। তাকে জনসভার বাইরের একটি নিরাপত্তা চৌকিতে থামানো হয়। নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন ওই ব্যক্তি; কিন্তু তার অসংলগ্ন কথাবার্তা ও গাড়ির অভ্যন্তরের অগোছালো অবস্থা দেখে তল্লাশি শুরু করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তখনই অস্ত্র- গোলাবারুদ, একাধিক জাল পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স খুঁজে পান তারা।