পাল্টাপাল্টি ড্রোন হামলা নস্যাতের দাবি রাশিয়া ও ইউক্রেনের
- এএফপি
- ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০
রাশিয়া গতকাল শনিবার ৪৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। অন্য দিকে কিয়েভ জানিয়েছে, তারা মস্কোর নিক্ষেপ করা ২৪টি ড্রোন ধ্বংস করেছে। ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র রাশিয়ার বেলগোরোড সীমান্ত অঞ্চল থেকে নিক্ষেপ করা হয়েছিল। তবে তারা সুনির্দিষ্ট সংখ্যা বা ধরনের উল্লেখ করেনি। একই সাথে রাশিয়া মোট ২৮টি ড্রোন ছোড়ে, যার মধ্যে ২৪টি ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল সুমি, পোলতাভা, দিনিপ্রোপেট্রোভস্ক, মিকোলায়েভ ও খেরসন অঞ্চল।
ইউক্রেনের চিফ অব স্টাফ জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী রুশ অধিকৃত পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলে একটি জ্বালানি ডিপোতে গত রাতে হামলা চালিয়ে তা আগুনে পুড়িয়ে দিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি। মস্কো জ্বালানি ডিপোতে হামলার বিষয়টি স্বীকার করেনি। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী ৪৭টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে ১৭টি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে, ১৬টি আজভ সাগরের ওপরে এবং ১২টি লুরস্ক সীমান্ত অঞ্চলে ধ্বংস করা হয়েছে।
ক্রাসনোদারের গভর্নর টেলিগ্রামে জানিয়েছেন, ইউক্রেনীয় ড্রোন হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি গাড়িতে আগুন ধরেছে। এ দিকে রুশ বাহিনী পূর্বাঞ্চলে যুদ্ধক্ষেত্রে অগ্রসর হয়েছে এবং ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের জন্য এটি হতে যাচ্ছে সবচেয়ে কঠিন শীতকাল।