২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইরানের উড়োজাহাজে পেজার ও ওয়াকি-টকির ব্যবহার নিষিদ্ধ

-

তারবিহীন যোগাযোগের যন্ত্র পেজার ও ওয়াকি-টকিতে গোপনে বিস্ফোরক বসিয়ে লেবাননে ইসরাইলি বিস্ফোরণের ঘটনার কয়েক সপ্তাহ পর ইরানে সব ধরনের বিমানের ফ্লাইটে পেজার ও ওয়াকি-টকি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার ইরানের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপির খবরে পেজার ও ওয়াকি-টকিতে নিষেধাজ্ঞা আরোপের এই তথ্য জানানো হয়েছে।
ইরানি বার্তা সংস্থা আইএসএনএর প্রতিবেদনে দেশটির বেসামরিক পরিবহন সংস্থার মুখপাত্র জাফর ইয়াজেরলোর বরাত দিয়ে বলা হয়েছে, ‘মোবাইল ফোন ব্যতীত যোগাযোগের যেকোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ফ্লাইটের কেবিনে প্রবেশ কিংবা কার্গো বিমানে এসবের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।’ লেবাননে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যদের লক্ষ্য করে ইসরাইলের চালানো পেজার ও ওয়াকি-টকিতে নাশকতামূলক হামলায় কমপক্ষে ৩৯ জনের প্রাণহানি ঘটনার তিন সপ্তাহ পর ইরান ওই সিদ্ধান্ত নিয়েছে।
লেবাননজুড়ে ওই হামলায় বৈরুতে তেহরানের রাষ্ট্রদূত মোজতাবা আমানিসহ প্রায় ৩ হাজার মানুষ আহত হয়েছেন। পেজার ও ওয়াকি-টকিতে বিস্ফোরণের ওই ঘটনায় ইসরাইলকে দায়ী করেছে ইরান ও হিজবুল্লাহ। চলতি মাসের শুরুর দিকে দুবাই-ভিত্তিক বিমান চলাচল সংস্থা এমিরেটস এয়ারলাইন্স তাদের ফ্লাইটে পেজার ও ওয়াকি-টকির ব্যবহার নিষিদ্ধ করে। গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আঞ্চলিক উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এই যুদ্ধ লেবানন, ইরাক, সিরিয়া এবং ইয়েমেনে ইরান-সমর্থিত প্রতিরোধ সংগঠনগুলো ইসরাইলের বিরুদ্ধে লড়াই করছে।


আরো সংবাদ



premium cement