কুরস্কে ইউক্রেনের ৪ শতাধিক সেনা নিহতের দাবি
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০
রাশিয়ার কুরস্ক অঞ্চলে চলমান সংঘর্ষে ইউক্রেনীয় সেনাবাহিনী গত ২৪ ঘণ্টায় চার শতাধিক সেনা হারিয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতির বরাতে সংবাদমাধ্যম তাস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের ১৮টি সাঁজোয়া যান ধ্বংস করেছে। যার মধ্যে ৬টি ট্যাংক, দুটি পদাতিক যুদ্ধযান এবং ১০টি সাঁজোয়া যুদ্ধযান রয়েছে। এ সংঘর্ষে ইউক্রেনের চারটি আর্টিলারি সিস্টেমও ধ্বংস হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের দুটি হিমার্স এবং ভ্যাম্পায়ার রকেট লঞ্চার, চারটি মর্টার, একটি ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা এবং ১৪টি মোটরগাড়ি ধ্বংস করেছে। পাশাপাশি সংঘর্ষের সময় ৭ জন ইউক্রেনীয় সেনা রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, কুরস্ক অঞ্চলে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনীয় বাহিনী এ পর্যন্ত ২২ হাজার ৩০০-রও বেশি সেনা, ১৫০টি ট্যাংক, ৯০৭টি সাঁজোয়া যুদ্ধযান এবং ১৮৫টি আর্টিলারি সিস্টেম হারিয়েছে। এ ছাড়া রুশ বাহিনী ইউক্রেনের ৯টি মিসাইল লঞ্চার, ৪৮টি ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা এবং ৩৬টি রকেট লঞ্চার ধ্বংস করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানায়, কুরস্ক অঞ্চলের বিভিন্ন জায়গায় ইউক্রেনীয় বাহিনীর পাঁচটি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে রুশ বাহিনী। এই সংঘর্ষে ৬০ জন ইউক্রেনীয় সেনা হতাহত হয় এবং শত্রুপক্ষ দুটি ট্যাংক, ৬টি সাঁজোয়া যান এবং পাঁচটি মোটরগাড়ি হারিয়েছে।
রাশিয়ার বিমানবাহিনীও কুরস্ক এবং সুমি অঞ্চলের ১৮টি এলাকা এবং ১৩টি স্থানে ইউক্রেনীয় সেনাদের ওপর আক্রমণ চালিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা