দ: আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত
- এএফপি
- ১২ অক্টোবর ২০২৪, ০০:০০
দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছে। এদের মধ্যে উচ্চ বিদ্যালয়ের সাত শিক্ষার্থী এবং এক চালক রয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে একের পর এক ভয়াবহ দুর্ঘটনার ক্ষেত্রে এটি সর্বশেষ ঘটনা। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
গতকাল শুক্রবার সরকারি ও উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার ভোরে উপকূলীয় ডারবান নগরীর প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে এন২ মহাসড়কে শিক্ষার্থীদের বহনকারী গাড়িটির একটি ট্রাকের সাথে জোরে ধাক্কা লাগে। আইপিএসএস মেডিক্যাল রেসকিউ মুখপাত্র সামান্থা মেরিক এএফপিকে জানিয়েছেন, মুখোমুখি এ সংঘর্ষে গাড়িতে থাকা কিশোর বয়সী সাত শিক্ষার্থী এবং তাদের চালক নিহত হয়। এ ঘটনায় ট্রাকের চালকও মারাত্মকভাবে আহত হয়েছে।
কোয়াজুলু-নাটাল প্রাদেশিক সরকারি পরিবহন দফতরের এক বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের বহনকারী গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অন্য লেনে ঢুকে পড়ায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দক্ষিণ আফ্রিকা মহাদেশের সবচেয়ে উন্নত সড়ক নেটওয়ার্কগুলোর মধ্যে অন্যতম হলেও একেবারে দুর্বল সড়ক নিরাপত্তাব্যবস্থা, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে দেশটিতে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।