০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১, ৩ রবিউস সানি ১৪৪৬
`

আবারো আটক গ্রেটা থুনবার্গ

-

জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে আটক করেছে পুলিশ। জীবাশ্ম জ্বালানি ভর্তুকির বিরুদ্ধে একটি বিক্ষোভ সমাবেশে অংশ নেয়ায় তাকে বেলজিয়ামের সড়ক থেকে আটক করা হয়। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সড়ক অবরোধ করায় শনিবার কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করা হয়। তাদের মধ্যে পরিবেশ কর্মী থুনবার্গও ছিলেন। পরিবেশবাদী এই আইকনকে এর আগেও বেশ কয়েকবার আটক করা হয়েছিল। ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে তিনি বিক্ষোভ করতে গিয়েও গ্রেফতার হয়েছিলেন। ইউরোপীয়ান পার্লামেন্টের সদর দফতরের বাইরে ইউনাইটেড ফর ক্লাইমেট জাস্টিস মুভমেন্টের ব্যানারে একটি বিক্ষোভে অংশ নিয়েছিলেন ২১ বছর বয়সী থুনবার্গ। সেখানে তিনি বিক্ষোভ র্যালিতে অংশ নিয়েছিলেন। পরে পুলিশ তাকে আটক করে। এ বিক্ষোভ থেকে ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্য অর্জনের জন্য জীবাশ্ম জ্বালানি খাতে ভর্তুকি বন্ধ করতে ইউরোপীয়ান ইউনিয়নের প্রতি আহ্বান জানানো হয়।


আরো সংবাদ



premium cement