২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ফুকুশিমার পানি নিষ্কাশনে চীন-জাপান ঐকমত্য

-

ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দুষিত পানি নিষ্কাশনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে চীন ও জাপান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে। গত বছরের আগস্ট থেকে উভয়পক্ষের মধ্যে কয়েক দফা আলোচনার পর চুক্তিটি হয়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর কাঠামোর মধ্যে একটি দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জাপানের প্রতিশ্রুতিই ছিল এ ঐকমত্যের কেন্দ্রে। এ চুক্তিতে নিষ্কাশন প্রক্রিয়ার মূলধাপগুলো থাকবে।
চীনসহ অন্যান্য অংশীজন স্বাধীনভাবে নমুনা বাছাই, পর্যবেক্ষণ ও আন্তঃগবেষণাগারে পরীক্ষার ফল তুলনা করতে পারবে। উভয় পক্ষই সমুদ্রে পারমাণবিক দুষিত পানির নিঃসরণ নিয়ে তৈরি হওয়া উদ্বেগ হ্রাসের জন্য বাস্তুতন্ত্র, পরিবেশ এবং মানবজীবন ও স্বাস্থ্যের পরিপ্রেক্ষিতে গঠনমূলক, বিজ্ঞানভিত্তিক সংলাপ চালিয়ে যেতে সম্মত হয়েছে।


আরো সংবাদ



premium cement