২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাংলাদেশে ফেসবুক ডট কম ডট বিডি ডোমেইন ব্যবহারে নিষেধাজ্ঞা

বাংলাদেশে ফেসবুক ডট কম ডট বিডি ডোমেইন ব্যবহারে নিষেধাজ্ঞা - ছবি : সংগৃহীত

বাংলাদেশে ফেসবুক ডট কম ডট বিডি নামে ডোমেইনটি ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার ফেসবুকের করা একটি মামলার প্রথম দিনের শুনানি শেষে এমন নির্দেশনা দিয়ে অন্তর্বতীকালীন আদেশ দিয়েছেন ঢাকা জেলা জজ আদালত।

একই সাথে এ বিষয়ে একটি শোকজ নোটিশও দেয়া হয়েছে ডোমেইনটি রেজিস্ট্রি করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। তাদের আগামী ১৫ দিনের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। মামলার শুনানিতে ওই ডোমেইনটি যে প্রতিষ্ঠানটি রেজিস্ট্রেশন করেছে তাকে সেটি প্রাথমিকভাবে ব্যবহার বন্ধ করার আদেশ দেয়া হয়েছে।

খবরটি নিশ্চিত করেছেন, ফেসবুকের পক্ষে মামলা দায়েরকারী আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশে ফেসবুক ডট কম ডট বিডি নামে ডোমেইনটি স্থায়ীভাবে বন্ধ চেয়ে গত ১ ডিসেম্বর ফেসবুক একটি মামলা দায়ের করে। ওই মামলায় ৫০ হাজার ডলার ক্ষতিপূরণও দাবি করা হয়।

জানা গেছে, ফেসবুক ডট কম ডট বিডি ওয়েবসাইটটি বিক্রির জন্য ৬০ লাখ ডলার দাম হাঁকা হয়েছে।

ব্যারিস্টার মোকছেদুল ইসলাম বলেন, ওই মামলাটি বেশ গুরুত্বপূর্ণ। ট্রেডমার্ক আইনে মামলাটি দায়ের করা হয়েছে। এই আদেশের পর মামলাটির বাকি বিচার প্রক্রিয়া চলতে থাকবে। সোমবার প্রথম শুনানির দিন থাকায় বিরোধী পক্ষের কেউ উপস্থিত ছিলেন না।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement