ইউটিউব থেকে বছরে ১৫২ কোটি টাকা আয় পাঁচ বছরের শিশুর
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ ডিসেম্বর ২০১৯, ২২:১৪, আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ২২:১৯
বয়স মাত্র ৫। কিন্তু এই বয়সেই কাজের মাধ্যমে নিজেকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। বছরে আয় করছে দেড়শ কোটি টাকা। খবর আনন্দবাজারের।
বলা হচ্ছে রাশিয়ার আনাস্তাসিয়া রাডজিনস্কায়ার কথা। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত তালিকায় বেশি আয়কারী ইউটিউবারের তালিকায় ঢুকে পড়েছে সে। আনাস্তাসিয়া, ইন্টারনেটে ন্যাস্তিয়া নামেও পরিচিত।
ন্যাস্তিয়ার পরিবার অন্তত ৬টি ইউটিউব চ্যানেল চালায়। যেখানে ন্যাস্তিয়া ও তার বাবা মিলে বিভিন্ন গেম, নার্সারি স্তরের কবিতা আবৃত্তি, ভালো আচরণ সম্পর্কিত ভিডিও আপলোড করে। ইউটিউবে ন্যাস্তিয়ার সব থেকে জনপ্রিয় চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা এখন চার কোটি ২৪ লাখেরও বেশি।
ফোর্বসের হিসাব অনুযায়ী, গত বছররে ইউটিউব চ্যানেল থেকে আয় হয়েছে এক কোটি ৮০ লাখ ডলার (বাংলাদেশি টাকায় ১৫২ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকা)।
ন্যাস্তিয়ার জন্ম রাশিয়ার ক্রাসনোদার এলাকায়। গত বছর তারা মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যায়। এখন তারা ফ্লোরিডার বাসিন্দা। ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা