১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

বিশ্বব্যাপী যুবকদের আউটসোর্সিংয়ের সুযোগ দিচ্ছে বিডিকলিং

ঢাকার বনশ্রীতে বিডিকলিংয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিরা - ছবি : নয়া দিগন্ত

বিশ্বব্যাপী বাংলাদেশী যুবকদের আউটসোর্সিংয়ের সুযোগ করে দিচ্ছে বিডিকলিং আইটি। অধিক অংশীজনের কাছে পৌঁছাতে ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিসের (বিবিএস) সাথে প্রতিষ্ঠানটির এক সমঝোতা স্বাক্ষর করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) ঢাকার বনশ্রীতে বিডিকলিংয়ের কর্পোরেট অফিসে দু’কোম্পানির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আইটি সম্পর্কিত প্রকল্প গ্রহণ এবং তার পরিচালনা সংক্রান্ত কাজ করছে বিডিকলিং আইটি লিমিটেড। আউটসোর্স বাজারে বাংলাদেশের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে তরুণদেরকে প্রশিক্ষণ ও নিয়োগ দেয়ার উদ্যোগ নিয়েছে এ প্রতিষ্ঠান।

সর্বস্তরের মানুষের কাছে এ প্রতিষ্ঠানের দ্যুতি আরো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক আইটি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি বিবিএসকে তাদের কমিউনিকেশন পার্টনার হিসেবে নিয়োগ দিয়েছে।

২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দেশের আন্তর্জাতিক গ্রাহকদের আইটি সমাধান দিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ইউআই/ইউএক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, মোশন গ্রাফিক্সসহ বিভিন্ন ব্যবসায়িক সহায়তা প্রদান করে আসছে।

বিডিকলিং আইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনির হোসেন বলেন, ‘তরুণ প্রতিভাদের ক্ষমতায়ন এবং তাদের অর্থনীতিতে অবদান রাখার বিষয়ে আমাদের যাত্রা শুরু হয়। ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিকসের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা নতুন কিছু অর্জন করতে পারব এবং এই খাতে নতুন উচ্চতায় পৌঁছাতে পারব বলে আশা রাখি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিডিকলিং আইটির চেয়ারম্যান সাবিনা আক্তার, এইচআর অ্যান্ড অ্যাডমিন হেড ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মো: নাহিদ হাসান, পিআর অ্যান্ড মার্কেটিং ম্যানেজার শরীফ আহমেদ এবং এইচআর অ্যান্ড অ্যাডমিনের সিনিয়র এক্সিকিউটিভ নুসরাত ইসলাম। এ সময় বিবিএসের নির্বাহী পরিচালক ইশতিয়াক হোসেন উপস্থিত ছিলেন।

আইটি সলিউশন, প্রকল্প বাস্তবায়ন ছাড়াও বিডিকলিং আইটি স্থানীয় এবং বিশ্বব্যাপী ক্লায়েন্টদের ডেটা এন্ট্রি, মোবাইল অ্যাপ্লিকেশন, ব্লকচেইন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং ডেভেলপমেন্ট সম্পর্কিত বিভিন্ন পরিষেবা প্রদান করছে।


আরো সংবাদ



premium cement