২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফের মুক্ত আকাশে উড়লো অর্ধশত বক, ৬ জনের জরিমানা

- ছবি : নয়া দিগন্ত

নাটোরের সিংড়ার চলনবিলে শিকারীর হাত থেকে রক্ষা পেয়ে অর্ধশত বকপাখি মুক্ত আকাশে উড়লো। মঙ্গলবার ভোরে বিলের দুর্গম এলাকা থেকে পাখিসহ ছয়জন শিকারীকে আটক করে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।

পরে তাদের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালত সাত হাজার টাকা জরিমানা আদায় ও মুচলেকা নেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রকিবুল হাসন।

আটক ও দণ্ডপ্রাপ্তরা হলেন- কলিগ্রামের রাশেদুল (২৫), শাহাদৎ হোসেন (১৯), জহুরুল ইসলাম (২৬), বাদশা মিয়া (৪০), রাসেল (১৩) ও গুনাইখাড়া গ্রামের আরজু মন্ডল (৩০)।

অভিযানে ভেঙে ফেলা হয় পাখি ধরার প্রায় ৩০টি কিল্লা ঘর। পরে দীঘলগ্রাম ও নলবাতা বাজারে জনসচেতনতায় লিফলেট বিতরণ ও পথসভা করা হয়।

এ দিকে সকাল সাড়ে ১০টার দিকে চলনবিল গেট এলাকার একটি পাখি কলোনীতে উদ্ধারকৃত পাখিগুলো অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাসান ইমাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পরিবেশকর্মী কুরবান আলী, জুবায়ের হক ও আবু কাহার প্রমুখ।


আরো সংবাদ



premium cement

সকল