রাজধানীতে ছাত্রদল নেতা সারোয়ারের উদ্যোগে বৃক্ষরোপণ
- অনলাইন প্রতিবেদক
- ০৪ জানুয়ারি ২০২৫, ১৮:৩৬
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মো: সারোয়ার হোসেন।
শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর মুগদা, মান্দা এলাকাসহ বিভিন্ন সড়ক এবং মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে মেহগনি, জাম, আম, দেবদারু গাছ রোপণ করা হয়।
এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মো: সারোয়ার হোসেন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আহ্বান জানিয়েছেন যে, দীর্ঘদিনের নজীরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসস্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে সমৃদ্ধ বাংলাদেশ। তরুণ ছাত্ররাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা যে স্বপ্ন বাস্তবায়নে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেককে মেধা, জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এই প্রত্যয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচিসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় উপাসনালয় এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় নিয়োজিত আছে।
তিনি বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় এবং বলিষ্ঠ নেতৃত্বে একটি স্বনির্ভর, আধুনিক ও উৎপাদনশীল বাংলাদেশ গড়তে সারাদেশের শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করছে মেধা, মনন ও মেধাবীদের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।
এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহিম, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল নেতা রাসেলসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা