১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

শহীদ হাফেজ আমিনুলের সন্তানদের দায়িত্ব নিল ইত্তেফাকুল উলামা

শহীদ হাফেজ আমিনুলের সন্তানদের দায়িত্ব নিল ইত্তেফাকুল উলামা ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তরা আজিমপুরে পুলিশের গুলিতে নিহত ত্রিশালের হাফেজ আমিরুল ইসলামের পরিবারের পাশে দাঁড়ালেন ইত্তেফাকুল উলামা ত্রিশাল উপজেলা শাখা। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে হাফেজ আমিরুল ইসলামের পরিবারের সাথে দেখা করে খোঁজখবর নেন, নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন এবং কবর জিয়ারত করেন। এ সময় তারা বলেন, নিহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব। পাশাপাশি আহতদের সুচিকিৎসারও দাবি জানান তারা। ইত্তেফাকুল উলামা ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি জহিরুল ইসলাম বলেন, নিহত হাফেজ আমিরুল ইসলামের দুই মেয়ে ও এক ছেলে সন্তানের লেখা-পড়ার দায়িত্ব নিয়েছে ইত্তেফাকুল উলামা ত্রিশাল উপজেলা শাখা। আমরা সবসময় তাদের সাথে যোগাযোগ রাখব শহীদ আমিরুলের সন্তানদের লেখা-পড়ার জন্য যখন যা প্রয়োজন আমাদের সংগঠন করবে ইনশাল্লাহ। ইত্তেফাকুল উলামার পক্ষে উপস্থিত ছিলেন মাওলানা তোফায়েল আহমেদ বইলরী, হাফেজ মোজাম্মেল হক, মাওলানা আবুল বাশার, মাওলানা মুফতি সাইফুল ইসলাম, বাগান ইসলামী আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমান ও মো: আব্দুল মমিন প্রমুখ। - ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তরা আজিমপুরে পুলিশের গুলিতে নিহত ত্রিশালের হাফেজ আমিরুল ইসলামের পরিবারের পাশে দাঁড়ালেন ইত্তেফাকুল উলামা ত্রিশাল উপজেলা শাখা।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে হাফেজ আমিরুল ইসলামের পরিবারের সাথে দেখা করে খোঁজখবর নেন, নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন এবং কবর জিয়ারত করেন।

এ সময় তারা বলেন, নিহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব। পাশাপাশি আহতদের সুচিকিৎসারও দাবি জানান তারা।

ইত্তেফাকুল উলামা ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি জহিরুল ইসলাম বলেন, নিহত হাফেজ আমিরুল ইসলামের দুই মেয়ে ও এক ছেলে সন্তানের লেখা-পড়ার দায়িত্ব নিয়েছে ইত্তেফাকুল উলামা ত্রিশাল উপজেলা শাখা। আমরা সবসময় তাদের সাথে যোগাযোগ রাখব শহীদ আমিরুলের সন্তানদের লেখা-পড়ার জন্য যখন যা প্রয়োজন আমাদের সংগঠন করবে ইনশাল্লাহ।

ইত্তেফাকুল উলামার পক্ষে উপস্থিত ছিলেন মাওলানা তোফায়েল আহমেদ বইলরী, হাফেজ মোজাম্মেল হক, মাওলানা আবুল বাশার, মাওলানা মুফতি সাইফুল ইসলাম, বাগান ইসলামী আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমান ও মো: আব্দুল মমিন প্রমুখ।


আরো সংবাদ



premium cement
বিদেশে সাবেক ভূমিমন্ত্রীর ৮ হাজার কোটি টাকার সম্পত্তি বৃষ্টিতে ভাসবে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট! মিয়ানমার সীমান্ত কাঁটাতার দিয়ে ঘেরার সিদ্ধান্ত ভারতের ‘এক দেশ এক ভোট’ চালু করার দিকে আরো এক ধাপ এগুলো ভারত! সেই আফগানিস্তানের কাছে শোচনীয় হার দক্ষিণ আফ্রিকার ইউনূসের সাথে সাক্ষাত হচ্ছে না মোদির লেবাননে পেজারের পর ওয়াকি-টকি বিস্ফোরণে নিহত ২০, আহত ৪৫০ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেফতার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় আসলে কী হয়েছিল? মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করুন : তথ্য উপদেষ্টা বহিরাগতমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবিতে নামবে ‘মোবাইল কোর্ট’

সকল