১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

ত্রিশালে সাবেক এমপি আনিছসহ আসামি ৩ শতাধিক

ত্রিশালে সাবেক এমপি আনিছসহ আসামি ৩ শতাধিক - ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌক্তিক দাবিতে মিছিল ও অবস্থান কর্মসূচিতে হামলার অভিযোগ এনে ময়মনসিংহের ত্রিশাল আসনের সাবেক এমপি এ বি এম আনিছুজ্জামানকে প্রধান আসামি করে ৮১ জনের নামে ত্রিশাল থানায় একটি মামলা করা হয়েছে।

এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ছয় ইউপি চেয়ারম্যানসহ ৮১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা তিন শতাধিক আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম সামছুদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি এ এন এম শোভা মিয়া আকন্দ, আশরাফুল ইসলাম, ফজলে রাব্বী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহিম খলিল নয়ন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রাজিব পারভেজ, কাউন্সিলর ছাইফুল মানিক, উপজেলা যুবলীগের সভাপতি জুয়েল সরকার, কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়েল সরকার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সুয়েল মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমনসহ ৮১ জনের নাম উল্লেখ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌক্তিক দাবিতে মিছিল ও অবস্থান কর্মসূচিতে হামলার অভিযোগ এনে ত্রিশাল থানায় মামলাটি করেন উপজেলার বইলর ইউনিয়নের কাজীর শিমলা গ্রামের মরহুম কাজী কামরুজ্জামানের ছেলে কাজী মনিরুজ্জামান সোমেল।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, অভিযোগের প্রেক্ষিতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

মামলা দায়েরের পর ত্রিশাল উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা গা ঢাকা দিয়েছেন।


আরো সংবাদ



premium cement
গাজায় এ পর্যন্ত ২০৪ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল বারিতে শ্রমিকদের ৫ দফা দাবিতে বিক্ষোভ তারিক সিদ্দিক, টিউলিপ ও পুতুলসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ইঞ্জিনিয়ার মোশাররফের জামিন নামঞ্জুর, ৮ মামলায় শ্যোন অ্যারেস্ট ছোটবেলার বন্ধুদের কবিতা আবৃত্তি করে শোনালেন মির্জা ফখরুল মাসিক ৩০০০ টাকা আর্থিক সহায়তা পাবে ঢাবি ছাত্রীরা সোনারগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার চাঁদপুরে ডাকাতিয়া নদীতে মিলল নিখোঁজ বৃদ্ধের লাশ টিউলিপের পদ্যতাগ : এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী নবাবগঞ্জে অপহরণের তিন ঘণ্টা পর স্কুলছাত্র উদ্ধার, গ্রেফতার ৫ বাংলাদেশে আরো বিনিয়োগ করতে জাপানের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

সকল