২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গৌরীপু‌রে আবারো শেখ হাসিনা-রেহানাসহ ৯৮ জনের নামে মামলা

গৌরীপু‌রে আবারো শেখ হাসিনা-রেহানাসহ ৯৮ জনের নামে মামলা - ছবি : নয়া দিগন্ত

ময়মন‌সিংহের গৌরীপু‌রে আবারো শেখ হাসিনা-রেহানাসহ ৯৮ জনের নামে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপু‌রে উপ‌জেলার ডৌহাখলা ইউ‌নিয়‌নের চুড়ালী গ্রা‌মের সেকান্দর আলীর ছেলে কৃষক দ‌লের নেতা আবুল কা‌শেম ময়মন‌সিংহের ৪ নম্বর আমলী আদাল‌তে মামলা‌টি ক‌রেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিপ্লব হাসান (২০), নূরে আলম সিদ্দিকী রা‌কিব (২০) ও জোবায়ের আহমেদ (২১) নামের তিন তরুণ নিহ‌তের ঘটনায় আদাল‌তে এ মামলাটি করা হয়।

মামলা সূ‌ত্রে জানা যায়, মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হাসিনার বোন শেখ রেহানা, সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ময়মন‌সিংহ-৩ (‌গৌরীপুর) আস‌নের সা‌বেক সংসদ সদস‌্য নিলুফার আঞ্জুম প‌পি, ময়মন‌সিংহ-৪ (সদর) আস‌নের সা‌বেক সংসদ সদস‌্য ও সি‌টি আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মো‌হিতুর রহমান শান্ত, গৌরীপুর উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক, সাবেক উপ‌জেলা চেয়ারম‌্যান সোমনাথ সাহা, পৌর আওয়ামী লী‌গের সভাপ‌তি পৌর মেয়র সৈয়দ র‌ফিকুল ইসলাম, সা‌বেক মেয়র মো: শ‌ফিকুল ইসলাম হ‌বি, পৌর যুবলী‌গের সভাপ‌তি সা‌বেক উপ‌জেলা চেয়ারম‌্যান ও বি‌ভিন্ন ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান-‌মেম্বারসহ উপ‌জেলা আওয়ামী লী‌গের সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের ৯৮ জ‌নের নাম উল্লেখ ক‌রা হয়। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ২০০ থেকে ৩০০ জন।

গত বৃহষ্প‌তিবার একই ঘটনায় ৬৪ জ‌নের নাম উল্লেখ ক‌রে আরো এক‌টি মামলা হ‌য়ে‌ছে।

আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, এই বিষ‌য়ে কোনো ময়নাতদ‌ন্তের রি‌পোর্ট ও অপমৃত‌্যুর কোনো মামলা হ‌য়ে‌ছে কিনা তা আগামী তিন সে‌প্টেম্বরে ম‌ধ্যে প্রতি‌বেদন দা‌খি‌লের জন‌্য ৪ নম্বর আমলী আদাল‌তের বিচারক আসমা সুলতানা গৌরীপুর থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেন।

উল্লেখ‌্য, গত ২০ জুলাই ময়মন‌সিংহ-‌কি‌শোরগঞ্জ মহাসড়‌কের কলতাপাড়া বাজা‌রে ছাত্র-জনতার মি‌ছি‌লে এলোপাথাড়ি গুলিতে বিপ্লব হাসান (২০), নূরে আলম সিদ্দিকী রা‌কিব (২০) ও জোবায়ের আহমেদ (২১) নামের তিনজন নিহত হন। পু‌লিশসহ আহত হন অন্তত ৫০ জন।


আরো সংবাদ



premium cement