ঈশ্বরগঞ্জে আইসিটি কর্মকর্তা অফিস না করায় দুর্ভোগে সেবা গ্রহিতারা
- ঈশ্বরগঞ্জ (ময়মনিসংহ) সংবাদদাতা
- ২৬ আগস্ট ২০২৪, ১৮:২১
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দীর্ঘ দিন ধরে অফিসে আসেন না আইসিটি কর্মকর্তা। ফলে দুর্ভোগে পড়েছেন সেবা গ্রহিতাসহ উপজেলায় উপস্থিত বিভিন্ন সরকারি দফতর।
জানা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের ঈশ্বরগঞ্জ কার্যালয়ে উপজেলা সহকারী প্রোগ্রামার হিসেবে ২৩ নভেম্বর ২০২০ মাহবুবা বেগম যোগদান করেন।
তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আওয়ামী লীগ নেতাদের সাথে শখ্যতা তৈরি করে যোগদানের পর থেকেই তিনি অনিয়মিত অফিস করছেন। গত ৫ আগস্ট থেকে তিনি অফিসেই আসছেন না। ২৫ আগস্ট রোববার সরেজমিন অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে অনুসন্ধানে জানা যায়, মাঠপর্যায়ে আইসিটি কর্মকর্তাগণ সরাসরি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি সেবা প্রদান করে থাকেন। তারা স্থানীয় জনগণকে বিভিন্ন তথ্য প্রযুক্তি-বিষয়ক প্রশিক্ষণ দেন। মাঠপর্যায়ে আইসিটি অফিসাররা বিভিন্ন সরকারি সেবা ডিজিটালাইজেশনে কাজ করেন। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে আইসিটি অফিসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিভিন্ন জরিপ ও ডাটাবেজ তৈরি এবং তার ভিত্তিতে নীতিনির্ধারণে সহায়তা করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের উপজেলা সহকারী প্রোগ্রামার মাহবুবা বেগম দীর্ঘ দিন অনুপস্থিত থাকার ফলে এসব কাজে সহযোগিতা পাচ্ছেন না সরকারি দফতরগুলো। ফলে সরকারি বিভিন্ন দফতরের আনলাইনভিত্তিক কাজ স্থবির হয়ে আছে। দুর্ভোগে পড়েছেন সেবা নিতে আসা লোকজন।
বিষয়টি নিয়ে মাহবুবা বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি কলম বিরতিতে আছি এবং একটি প্রশিক্ষণও চলছে তাই গত রোববার থেকে অনুপস্থিত। ৫ আগস্ট থেকে অনুপস্থিতির বিষয়টি সত্য নয়। যোগদানের পর থেকে আমি নিয়মিত অফিস করে আসছি।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, গত ৫ আগস্ট থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের উপজেলা সহকারী প্রোগ্রামার মাহবুবা বেগম অনুপস্থিত রয়েছেন। বিষয়টি নিয়ে তাকে মুঠোফোনে যোগাযোগ করলে কলম বিরতিতে আছে বলে জানিয়েছেন। এ অবস্থায় একজন উদ্যোক্তা দিয়ে জরুরি কাজগুলো করা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা