গৌরীপুরে হাসিনা-রেহানাসহ ৬৪ জনের নামে মামলা
- মো: সাজ্জাতুল ইসলাম, গৌরীপুর (ময়মনসিংহ)
- ২৬ আগস্ট ২০২৪, ১১:৪৯
ময়মনসিংহের গৌরীপুরে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ৬৪ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
উপজেলার ডৌহাখলা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা রহিম আকন্দ রোববার (২৫ আগস্ট) বিকেলে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ময়মনসিংহের গৌরীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিপ্লব হাসান (২০), নূরে আলম সিদ্দিকী রাকিব (২০) ও জোবায়ের আহমেদ (২১) নামের তিন তরুণ নিহতের ঘটনায় মামলাটি দায়ের করেন।
আদালত সূত্রে জানা যায়, মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হাসিনার বোন শেখ রেহানা, সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের ৬৪ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ২০০ থেকে ২৫০ জনকে।
আদালত সূত্রে জানা গেছে, একই বিষয়ে আর কোনো মামলা হয়েছে কিনা তা আগামী ২৯ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য গৌরীপুর থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য যে- গত ২০ জুলাই ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়া বাজারে ছাত্র-জনতার মিছিলে এলোপাথাড়ি গুলিতে বিপ্লব হাসান (২০), নূরে আলম সিদ্দিকী রাকিব (২০) ও জোবায়ের আহমেদ (২১) নামের তিনজন নিহত হন। পুলিশসহ আহত হন অন্তত ৫০ জন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা