গফরগাঁও পৌর মেয়র সুমন আটক, মামলা দায়ের
- গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
- ১৯ আগস্ট ২০২৪, ২১:০৩
ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার মেয়র এস এম ইকবাল হোসেন সুমনসহ চিহ্নিত ১১জন এবং অজ্ঞাত অর্ধশতাধিক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে গফরগাঁও থানায় মামলা হয়েছে।
সোমবার (১৯ আগষ্ট) দুপুরে গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্যাতিত নেতা দিদারুল আলম এ মামলাটি করেন।
এর আগে পৌর মেয়র অফিস করতে আসে এমন খবরে সকালে বিক্ষুব্ধ ছাত্র ও জনতা গফরগাঁও পৌরসভা কার্যালয় সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে এবং নিজ অফিস থেকে মেয়র এস এম ইকবাল হোসেন সুমনকে ধরে নিয়ে লাঞ্ছিত করে গফরগাঁও থানা পুলিশের হাতে তুলে দেয়। এছাড়াও বেশ কয়েকজন নির্যাতিত ব্যক্তি মেয়রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিক্ষুব্ধ লোকজন পৌর মেয়র সুমনকে পুলিশের হাতে তুলে দেয়। বিকেলেই মেয়রকে মামলায় গ্রেফতার দেখিয়ে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা