২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গৌরীপুরে আওয়ামী লীগের ২১ নেতাকর্মীর নামে মামলা

- ছবি : প্রতীকী

ময়মনসিংহের গৌরীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেত্রী অর্পিতা কবিরের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের স্থানীয় ২১ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার অর্পিতা কবির নিজেই গৌরীপুর থানায় এ মামলা দায়ের করেন।

অপির্তা গৌরীপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও উপজেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক।

এ মামলায় আসামিরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৫৮), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক স্বাধীন (৩৩), যুবলীগ নেতা তমাল খান পাঠান (৩৩), আল-আমিন (৩৮), ছাত্রলীগ নেতা মেহেদি হাসান সাগর (২২), বাঁধন (২০)-সহ অজ্ঞাত আরো ১৫ জন।

মামলার বিবরণে জানা যায়, গত ১৭ জুলাই গৌরীপুর সরকারি কলেজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের একটি মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের হারুন পার্ক এলাকায় আসতেই উল্লেখিত আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান। এ সময় হামলাকারীদের বেধড়ক মারধরে অর্পিতা কবির আহত হন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাসান আল মামুন সাংবাদিকদের জানান, ‘এ মামলার আসামিদের গ্রেফতা‌রে অভিযান চল‌ছে।’


আরো সংবাদ



premium cement