২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বকশীগঞ্জে জুট মিলের ৩টি ট্রাকসহ মূল্যবান যন্ত্রাংশ জব্দ

বকশীগঞ্জে জুট মিলের ৩টি ট্রাকসহ মূল্যবান যন্ত্রাংশ জব্দ - ছবি : নয়া দিগন্ত

জামালপুরের বকশীগঞ্জে একটি জুট মিলের মূল্যবান যন্ত্রাংশ ও মালামালপাচারের সময় তিনটি ট্রাক জব্দ করেছে সেনাবাহিনী ও থানা পুলিশ। এ সময় ট্রাকের চালক ও সহকারীসহ ছয়জনকে আটক করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় বাবুল চিশতির প্রতিষ্ঠিত জুট মিলে এ ঘটনা ঘটে।

২০১৮ সাল থেকেই এই মিলের মালামাল পাচার করে আসছিল দুর্বৃত্তরা। অবশেষে সেনাবাহিনীর হাতে ধরা পড়ল পাচারকারীরা।

বকশীগঞ্জ থানা সূত্রে জানা যায়, গভীর রাতে বকশীগঞ্জ জুট মিলের গেইট ভেঙে তিনটি ট্রাক প্রবেশ করে। এ ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পরে বকশীগঞ্জ থানা পুলিশ ও বকশীগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনী ক্যাম্পের সেনাসদস্যদের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে মিলের যন্ত্রাংশ বোঝাই তিনটি ট্রাক জব্দ করে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন ট্রাকচালক ও হেলপারসহ ছয়জনকে আটক করা হয়।

ট্রাকের চালকরা জানান, ট্রাকবোঝাই মালামাল ফরিদপুর জেলার মধুখালী জুট মিলে নেয়ার কথা ছিল।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেছেন, গতরাতে (শনিবার) এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেনাবাহিনীর সহযোগিতায় জুট মিলের ভেতরে বোঝাইকৃত তিনটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১০ এপ্রিল জুট মিলের মালিক মাহবুবুল হক বাবুল চিশতি দুদুকের মামলায় জেলে থাকায় এই সুযোগে স্থানীয় একটি কুচক্রী মহল জুট মিলের প্রায় শত কোটি টাকার যন্ত্রাংশ ও মালামাল পাচার করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

অতীতে বার বার মিলের মূল্যবান যন্ত্রাংশ লুটপাটের ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

মিলের কর্মচারীদের দাবি, মালামাল চুরির সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।


আরো সংবাদ



premium cement