বকশীগঞ্জে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা বিএনপির সভা
- বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
- ০৮ আগস্ট ২০২৪, ২৩:৩৩
জামালপুরের বকশীগঞ্জে সংখ্যালঘুদের নিরাপত্তায় কাজ করছে উপজেলা বিএনপি ও বৈষম্যবিরোধী নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে বিএনপি দলীয় নির্দেশনামূলক উপজেলার নিলাখিয়া ইউনিয়নে সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের নিয়ে মতবিনিময় সভাটি করেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর ।
জানা যায়, বুধবার রাত থেকে উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা এসব নিরাপত্তার কাজ চালিয়ে যাচ্ছে।
নিলাখিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মজিদ সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম কারী, আবদুল হামিদ, পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজিউর রহমান গাজী মোল্লাসহ নেতাকর্মীরা।
এ সময় মানিক সওদাগর বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তায় আমরা সবাই মিলে কাজ করছি। বকশীগঞ্জ একটি শান্তি এবং সম্প্রীতির উপজেলা। আমাদের হাজার বছরের বন্ধনের ইতিহাস। কেউ আমাদের সম্প্রীতির ইতিহাস নষ্ট করার চেষ্টা করলে তার কঠিন জবাব দেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা