ঢাকায় গুলিতে নিহত ছাত্রের লাশ হালুয়াঘাটে দাফন
- হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা
- ০৬ আগস্ট ২০২৪, ১৮:১৩
ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হালুয়াঘাটের এক ছাত্র গুলিবিদ্ধ হয়ে নিহত ও একজন মারাত্মক আহত হয়েছে। নিহত ছাত্রের নাম কাওছার আহমেদ বিজয় ফরাজী (২১)। সে উপজেলার পূর্ব নড়াইল গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১টায় নিজ গ্রামে তার নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
স্থানীয় লোকজন জানায়, সোমবার ঢাকায় ছাত্র আন্দোলনে অংশ নেয় কাওছার ফরাজী। বিকেলে তার বুকের দুই পাশে দুটি গুলিবিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে একই দিনে মেহেদী (২৪) নামক এক ছাত্র আন্দোলনে যোগ দেয়। গুলিতে তার বাম হাত মারাত্মক আহত হয়। মেহেদী একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তারা উভয়েই হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি কলেজের ছাত্র বলে জানা যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা