২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফেসবুকে পোস্ট দিয়ে বাকৃবি ছাত্রলীগের রাজনীতি থেকে অব্যাহতি শিক্ষার্থীদের

- ছবি : নয়া দিগন্ত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট শেয়ার করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের রাজনীতি থেকে গণহারে অব্যাহতি নিচ্ছেন শিক্ষার্থীরা। বিভিন্ন অনুষদ, হল ও বর্ষের শিক্ষার্থীরা যারা বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন তারা নিজেদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্ট করে ছাত্রলীগের রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা দেন বলে জানা গেছে।

এছাড়াও অন্য কোনো রাজনৈতিক দলের সাথে ভবিষ্যতে সম্পৃক্ত না হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। শতাধিক শিক্ষার্থী বাকৃবি শাখা ছাত্রলীগের রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্রে জানা যায়, নিজের বিবেকবোধ ও আত্ম-অনুশোচনা থেকে, দেশ ও দেশের মানুষের স্বার্থে, বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্রব্যবস্থা, মা-বোনদের-ভাইদের ওপর হামলাসহ এ সকল অবস্থা বিবেচনা করে তারা অব্যাহতি নিচ্ছেন।

অব্যাহতির ঘোষণা দিয়ে ভেটেরিনারি অনুষদের ও ফজলুল হক হলের এক শিক্ষার্থী লেখেন, ‘আমি ছোট থেকে ভাষা আন্দোলন, ছয় দফা, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধের চেতনা নিজের মধ্যে ধারণ করে বড় হয়েছি। ছাত্রদের হাত ধরে ন্যায়ের পক্ষে অকাতরে প্রাণ দেয়ার ব্যথা অনুভব করে বড় হয়েছি। আমি যে ছাত্ররাজনীতির স্বপ্ন দেখেছি, যে ছাত্ররাজনীতি চেয়েছি, সেটা নিতান্তই ছাত্রদের অধিকারের জন্য। বর্তমান পরিস্থিতিতে সংঘটিত ঘটনাগুলোর জন্য আমি অত্যন্ত লজ্জিত। আমি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিলাম, আছি, থাকব। আমি ছাত্ররাজনীতির বাইরে থেকে মানুষের জন্য যতটুকু সাহায্য সহযোগিতা করা সম্ভব করে যাব। আজ থেকে, এই মুহূর্ত থেকে সজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ফজলুল হক হল ইউনিট থেকে অব্যাহতি নিচ্ছি।’

শহীদ শামসুল হক হলের আরেক শিক্ষার্থী লেখেন, ‘আমি বাকৃবি শাখা ছাত্রলীগের একজন সাধারণ কর্মী। এই পরিচয়ের চেয়ে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে পরিচয় দেয়াটা গর্বের এবং গৌরবের। ছাত্র রাজনিতির এই সময়কালে পেয়েছি সিনিয়রদের অকৃত্তিম ভালোবাসা, জুনিয়রের সম্মান এবং বন্ধুদের সাপোর্ট যা আমার স্মৃতিতে চির অম্লান। নিজের বিবেকবোধ ও আত্ম অনুশোচনা থেকে, দেশ ও দেশের মানুষের স্বার্থে, বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্রব্যবস্থা, মা-বোনদের-ভাইদের ওপর হামলা এ সকল অবস্থা বিচার বিবেচনা করে আমি আমার ছাত্রলীগ কর্মী পরিচয় থেকে অব্যাহতি নিচ্ছি। যত দিন রাজনীতি করেছি সর্বোচ্চ সচ্ছতার সাথে করার চেষ্টা করেছি, কখনো কোনো অন্যায়ের সাথে ছিলাম না। সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার মাধ্যমে বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগ তার ঐতিহ্য হারিয়ে কুলষিত।’


আরো সংবাদ



premium cement
২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৬৩ লাখ ডলার বান্দরবানের গহীন জঙ্গলে কেএনএ’র গোপন আস্তানার সন্ধান হত্যা মামলায় গ্রেফতার হয়ে ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আইসিইউ ইউনিট উদ্বোধন ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ১০৭৯ পার্থ টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ভারত ব্যবসায়ী জালাল উদ্দীন হত্যা : শেখ হাসিনাসহ ১২৯ জনের নামে মামলা ডিসেম্বর থেকে যাত্রীবাহী ট্রেন চলবে ঢাকা-নড়াইল-খুলনা রুটে নারায়ণগঞ্জে ১৬ কোটি টাকার ভারতীয় কাপড় উদ্ধার গলাচিপায় জালে ধরা পড়ল ২০০ বছরের জলপাইরঙ্গা কাছিম

সকল